
কৃষিবিদদের পেশাগত মর্যাদা রক্ষা ও বৈষম্যের প্রতিবাদে এবং কৃষি ডিপ্লোমাধারীদের দাবির বিরুদ্ধে ছয় দফা দাবি উত্থাপন করে রেলপথ অবরোধ কর্মসূচি পালন করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি অনুষদের শিক্ষার্থীরা।
মঙ্গলবার (৬ মে) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের জব্বারের মোড়ে অবস্থান নিয়ে ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ করেন শতাধিক শিক্ষার্থী। তবে অবরোধের ফলে কোনো ট্রেন চলাচলে বড় ধরনের ব্যাঘাত ঘটেনি। অবরোধ শেষে দুপুর ১২টা ১০ মিনিটে শিক্ষার্থীরা কর্মসূচি প্রত্যাহার করলে রেল চলাচল স্বাভাবিক হয়।
শিক্ষার্থীরা জানান, কৃষি ক্ষেত্রে প্রকৃত শিক্ষিত জনবলকে মূল্যায়নের দাবি ও ডিপ্লোমাধারীদের অযৌক্তিক দাবির প্রতিবাদ জানাতেই তারা এই কর্মসূচি পালন করেছেন।
তাদের উত্থাপিত ছয় দফা দাবি হলো:
১. কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই), বিএডিসি ও অন্যান্য গবেষণা প্রতিষ্ঠানসমূহে ১০ম গ্রেডের (উপসহকারী কৃষি কর্মকর্তা/উপসহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা/সমমান) পদ কৃষিবিদদের জন্য উন্মুক্ত করতে হবে।
২. ডিএই ও অন্যান্য কৃষি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে ৯ম ও অন্যান্য গ্রেডে নিয়মিত পর্যালোচনা ও পদোন্নতি নিশ্চিত করতে হবে।
৩. নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ না হলে ৯ম গ্রেডে (বিএডিসি’র কোটা বাতিল) পদোন্নতির কোনো সুযোগ দেওয়া যাবে না। ১০ম গ্রেডের পদসমূহকে গেজেটের বাইরে রেখে পৃথক পদসোপান ও কাঠামো অনুসরণ করতে হবে।
৪. কৃষি ডিপ্লোমাধারীদের জন্য কোনো নতুন বিশেষায়িত কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা যাবে না।
৫. শুধুমাত্র কৃষি বা কৃষি সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রিধারীরা ‘কৃষিবিদ’ পদবি ব্যবহার করতে পারবেন—এ বিষয়ে সরকারি প্রজ্ঞাপন জারি করতে হবে।
৬. কৃষি বিষয়ক ডিপ্লোমা বা কারিগরি শিক্ষাকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) অধীনেই রাখতে হবে।
শিক্ষার্থীরা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত ধারাবাহিক কর্মসূচি অব্যাহত থাকবে।