Monday, 05 May, 2025

সর্বাধিক পঠিত

নেত্রকোনার হাওরে পতিত জমিতে মিষ্টি কুমড়ার রেকর্ড ফলন


Pumpkin_মিষ্টি কুমড়া

নেত্রকোনার হাওরাঞ্চলের শতাব্দীপ্রাচীন পতিত জমিতে এবার মিষ্টি কুমড়ার ব্যাপক ফলন হয়েছে। অনুকূল আবহাওয়া ও কৃষি বিভাগের সহযোগিতায় হেক্টরপ্রতি প্রায় ১০ হাজার পিস (৩৫ মেট্রিক টন) কুমড়া উৎপাদিত হয়েছে। মোট ২৫০ হেক্টর জমিতে উৎপাদনের পরিমাণ দাঁড়িয়েছে ৮ হাজার ৫০ মেট্রিক টন, যার বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা। খরচ বাদে কৃষকদের নিট আয় সোয়া ৫ কোটি টাকা।

দীর্ঘদিন ধরে হাওরাঞ্চলের হাজার হেক্টর সরকারি জমি পতিত থাকলেও জেলা প্রশাসন ও কৃষি বিভাগের যৌথ উদ্যোগে এসব জমি চাষের আওতায় আনা হয়েছে। এখন সেখানে মিষ্টি কুমড়ার পাশাপাশি বাদাম, ক্ষিরা, সূর্যমুখী, সরিষা ও নানা ধরনের শাকসবজির চাষ হচ্ছে। এতে প্রায় শতাধিক বেকার যুবকের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।

খালিয়াজুরী উপজেলার জগন্নাথপুর গ্রামের কৃষক আলা উদ্দিন, কাশেম মিয়া ও জয়নাল মিয়া জানান, পতিত জমিতে মিষ্টি কুমড়া চাষ করে তারা বোরো ফসলের চেয়ে চারগুণ বেশি আয় করেছেন। মদন উপজেলার বাগজান গ্রামের ফয়েজ আহমেদ বলেন, “বেকারত্ব দূর করে অনেক যুবক এখন শাকসবজি চাষে স্বাবলম্বী হচ্ছেন। দেশের নামীদামি কোম্পানিগুলো সরাসরি আমাদের কুমড়া কিনে নিচ্ছে।”

আরো পড়ুন
কোরবানির পশুর চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিত করতে উচ্চ পর্যায়ের কমিটি গঠনের নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন ঈদুল আজহায় কোরবানির পশুর চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিত করতে এবং সার্বিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠনের নির্দেশ Read more

ঝালকাঠিতে বাড়ছে তিল চাষ, স্বপ্ন দেখছেন ঘুরে দাঁড়ানোর

খরচ কম, রোগবালাই কম, আবার তেমন পরিচর্যার প্রয়োজনও পড়ে না—এই সহজ ব্যবস্থাপনার কারণেই ঝালকাঠিতে জনপ্রিয় হয়ে উঠছে তিল চাষ। স্থানীয় Read more

মদন উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, “এখানে ১ টাকা খরচ করে ৪ টাকা আয় করা সম্ভব। উপজেলায় ৫০ হেক্টর জমিতে ১ কোটি ২০ লাখ টাকার মিষ্টি কুমড়া উৎপাদিত হয়েছে। আরও ১ হাজার হেক্টর জমি চাষযোগ্য করলে ৬০ কোটি টাকার ফসল উৎপাদন সম্ভব।”

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মুহাম্মদ নুরুজ্জামান বলেন, “হেক্টরপ্রতি ৩০ হাজার টাকা খরচ করে কৃষকরা ২ লাখ টাকার বেশি আয় করছেন। পতিত জমি চাষাবাদের ফলে বেকারত্ব কমছে, কৃষি উৎপাদন বাড়ছে।”

নেত্রকোনার জেলা প্রশাসক বনানী বিশ্বাস জানান, কৃষকদের বিনামূল্যে সার, বীজ ও পরামর্শ দেওয়া হয়েছে, যা তাদের স্বাবলম্বী করতে ভূমিকা রেখেছে। আগামীতেও এমন উদ্যোগ অব্যাহত থাকবে।

0 comments on “নেত্রকোনার হাওরে পতিত জমিতে মিষ্টি কুমড়ার রেকর্ড ফলন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ