ধান ক্ষেতে গরম বাতাস প্রবাহের ফলে চিটা দেখা দেয়। ধান ক্ষেতে গরম বাতাস প্রবাহের সময় এবং চিটা দেখা দিলে করনীয় কি সেই বিষয় নিয়ে আজকের আলোচনা।
বোরো ধানে হিটশক (তাপজনিত ক্ষতি) বা গরম বেশি পড়লে, গরম বাতাস প্রবাহিত হলে ধান চিটা হতে পারে। এ জন্য জমিতে ৫-৭ সেন্টিমিটার বা ২-৩ ইঞ্চি পানি ধানের কাইচথোর থেকে ফুল ফোটা পর্যায় পর্যন্ত ধরে রাখতে হবে। ধানের গোড়ালী পানিতে ঠান্ডা রাখলে ধানের জমিতে চিটার পরিমান কম হয়।
ধানের জমিতে চিটা হতে দেখা গেলে করনীয়
জমিতে সর্বদা ধানের জমিতে পানি ধরে রাখুন। পানি ধরে রেখে জমিতে তাপমাত্রা কমিয়ে আনতে হবে।
এমওপি সার ১০ লিটার পানিতে ১০০ গ্রাম মিশিয়ে ৫ শতাংশ হিসেবে স্প্রে করুন। অথবা বিঘা প্রতি ৫ কেজি দানাদার এমও পি ( পটাশ) সার উপরি প্রয়োগ করুন।
সতর্কতা অবলম্বন
ধানের ফুল অবস্থায় স্প্রে করার প্রয়োজন হলে অবশ্যই পড়ন্ত বিকেলে বালাইনাশক স্প্রে করুন। সাধারনত সকাল ৭-১১ টা পর্যন্ত ধানের পরাগায়ন ঘটে। এ অবস্থায় স্প্রে করলে পরাগায়ন সমস্য হয় এবং ধান চিটা হওয়ার সম্ভাবনা থাকে। অপরিকল্পিতভাবে বালাইওনাশক স্প্রে করা যাবে না।
জরুরী প্রয়োজনে কৃষি অফিস বা উপসহকারী কৃষি কর্মকর্তার পরামর্শ নিন।