Thursday, 21 November, 2024

সর্বাধিক পঠিত

ধানের ক্ষতিকর পোকা গুলো কি কি ?

চাষির প্রশ্নCategory: কৃষি তথ্যধানের ক্ষতিকর পোকা গুলো কি কি ?
Majedul Islam asked 3 years ago

ধানক্ষেতে বিভিন্ন রকম পোকা দেখা যায়। এর মধ্যে ক্ষতিকর পোকা গুলো কি কি ?

1 Answers

বাংলাদেশ কৃষি প্রধান দেশ। এদেশের মোট ফসলী জমির প্রায় ৭৬ শতাংশ ধান চাষের জমি। যাদের মধ্যে প্রায় ৭০% জমিই আধুনিক জাতের ধান চাষ। পোকামাকড়ের আক্রমণ বেশি দেখা দেয় হাইব্রিড জাতের এসকল ধানে।
ধানখেতে বিভিন্ন রকম পোঁকা দেখা যায়। তবে এর মধ্যে সকল পোঁকা ক্ষতিকর নয়। দীর্ঘ গবেষণার মাধ্যমে ২০ প্রজাতির পোকাকে ধান ফসলের সাধারণ ও গুরুত্বপূর্ণ ক্ষতিকর পোকা হিসেবে বিবেচনা করা হয়।
আমাদের দেশের অনুসারে যেসকল পোঁকাকে ক্ষতিকর বলে বিবেচনা করা হয় সেগুলো হল-
মাজরা পোকা, নলি মাছি, পাতা মাছি, পামরী পোকা,  চুংগী পোকা,  পাতা মোড়ানো পোকা,  লেদা পোকা, লম্বাশুঁড় উড়চুঙ্গা. ঘাস ফড়িং, সবুজ শুঁড় লেদা পোকা, ঘোড়া পোকা, সবুজ পাতা ফড়িং, আঁকাবাঁকা পাতা ফড়িং, থ্রিপস, বাদামী গাছ ফড়িং, সাদা পিঠ গাছ ফড়িং, ছাতরা পোকা, গান্ধি পোকা,  শীষকাটা লেদা পোকা, উরচুংগা, গুদামজাত শস্যের পোকা, কেড়ি পোকা, লেসার গ্রেইন বোরার, অ্যাঙ্গোময়েস গ্রেইন মথ, রেড ফ্লাওয়ার বিটল।
আমাদের দেশে পাওয়া এ সকল পোঁকা ধানের জন্য খুবই ক্ষতিকর।

জনপ্রিয় লেখা