
বাংলাদেশে মাছ চাষ ব্যবস্থাপনায় প্রযুক্তির নতুন দিগন্ত উন্মোচিত হতে যাচ্ছে। খুব শিগগিরই মোবাইল অ্যাপসের মাধ্যমে দূরবর্তী মৎস্য খামার নিয়ন্ত্রণের সুযোগ তৈরি হবে বলে জানালেন বাংলাদেশ মৎস্য অধিদপ্তরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মাসুদা খানম।
গত বুধবার (৭ মে) মাদারীপুরের হর্টিকালচার সেন্টারে অনুষ্ঠিত এক আঞ্চলিক কর্মশালায় তিনি এই তথ্য জানান। কর্মশালাটি ছিল ‘বিদ্যমান সরকারি মৎস্য খামারসমূহের সক্ষমতা ও মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে অবকাঠামো উন্নয়ন প্রকল্প’-এর অংশ।
নতুন প্রযুক্তিনির্ভর প্রকল্পের মূল বৈশিষ্ট্যগুলো:
মোবাইল অ্যাপসের মাধ্যমে খামার নিয়ন্ত্রণ:
খামারে মাছের সংখ্যা নিরীক্ষণ, খাবার সরবরাহ ও অন্যান্য কার্যক্রম সহজেই দেখা ও নিয়ন্ত্রণ করা যাবে মোবাইল থেকে।
স্বয়ংক্রিয় ফিডিং সিস্টেম:
নির্ধারিত সময় ও পরিমাণ অনুযায়ী মাছকে স্বয়ংক্রিয়ভাবে খাবার দেওয়া হবে, যা সময় ও শ্রম উভয়ই বাঁচাবে।
নিরাপদ ও বিজ্ঞানসম্মত মাছ চাষ:
ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে উৎপাদন আরও নিরাপদ, পরিকল্পিত ও খরচ-সাশ্রয়ী হবে।
প্রকল্পটি ২০২৪ সাল থেকে শুরু হয়ে ২০২৮ সাল পর্যন্ত বাস্তবায়িত হবে।
কর্মশালায় সভাপতিত্ব করেন মাদারীপুর জেলা মৎস্য কর্মকর্তা মো. হাদিউজ্জামান। এছাড়া বক্তব্য দেন মৎস্য অধিদপ্তরের ঢাকা বিভাগের পরিচালক মো. মনিরুল ইসলাম এবং প্রকল্প পরিচালক মো. মশিউর রহমান।
এই কর্মশালায় অংশ নেন শতাধিক অংশগ্রহণকারী, যার মধ্যে ছিলেন মৎস্য খামারি, মাছ ব্যবসায়ী ও ফিড ডিলাররা। তাঁরা এমন প্রযুক্তি-নির্ভর উদ্যোগকে স্বাগত জানান এবং এর দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।
প্রযুক্তিনির্ভর এই পদক্ষেপ দেশের মাছ উৎপাদন ব্যবস্থাকে আধুনিকায়নের পথে নিয়ে যেতে পারে, যেখানে দক্ষতা ও উৎপাদন—দুটোই বাড়বে।