Saturday, 02 December, 2023

সর্বাধিক পঠিত

প্রাণিদেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সক্ষম এসিআই’র লাইসোপ্লাস পাউডারের বাজারজাত শুরু


The Ultimate Immune Stimulator’ স্লোগানে বাজারে লাইসোপ্লাস পাউডার নামক নতুন ওষুধের বাজারজাত শুরু করেছে এসিআই এনিমেল হেলথ। এ উপলক্ষ্যে গতকাল এসিআই এনিমেল হেলথ এর হেড অফিস পুলিশ প্লাজায় এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করে। কোম্পানির শীর্ষস্থানীয় কর্মকর্তাদের উপস্থিতিতে কেক কেটে নতুন পণ্যের বাজারজাতকরণের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

নতুন পণ্যের লিটারেচার প্রাপ্ত তথ্যে জানা যায়, যে কোন ধরনের ধকল/ চাপে প্রাণিদের প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলে লাইসোপ্লাস পাউডার প্রাণিদেহে ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। নাইট্রোজেন ও ফসফরাসের দূষন কমানোসহ লাইসোপ্লাস পাউডার খামারে ঔষধের প্রয়োজনীয়তা কমায় এবং FCR (Feed Conversion Ratio) উন্নত করে।

এছাড়াও লাইসোপ্লাস পাউডার বিটা ল্যাকটাম এন্টিবায়োটিক যেমন সেফোলসপরিন, এ্যামোক্সিসিলিন, এ্যামপিসিলিন ও মেথিসিলিন কে আরও কার্যকরী করে।

আরো পড়ুন
ফুলকপি চাষ পদ্ধতি
ফুলকপি

বাংলাদেশের শীতকালীর সবজির মধ্যে ফুল কপি অন্যতম । স্বাদে ও গুণে ভরপুর ফুলকপি সবজির চাহিদা শীতকাল আসলে বেড়ে যায়। ফ্রাইড Read more

বোরো চাষে সুখবর, চারটি ইউরিয়া কারখানা চালু
ইউরিয়া ও বোরো ধান চাষ

বোরো মৌসুম, ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত, বছরে দুই কোটি টন ধানের ফলন হয়, বাংলাদেশে এই সময়ে সর্বোচ্চ ফসলের সময়কাল। ডিসেম্বরে Read more

ব্যবহার মাত্রা:

খাবার পানিতে লাইসোপ্লাস পাউডার ব্যবহার করতে হবে। বিভিন্ন প্রাণির ক্ষেত্রে নিম্নোক্ত ডোজে লাইসোপ্লাস পাউডার ব্যবহার করা যাবে।

ব্রয়লার মুরগী:

  • ১ম সপ্তাহে ৩০ গ্রাম প্রতি ১০০০ মুরগীর জন্য
  • ৩য় সপ্তাহে ৫০ গ্রাম প্রতি ১০০০ মুরগীর জন্য
  • ৫ম সপ্তাহে ১০০ গ্রাম প্রতি ১০০০ মুরগীর জন্য
  • লাইসোপ্লাস পাউডার ১ম, ৩য় ও ৫ম সপ্তাহে ২ বার করে ব্যবহার করা যায় ।

ডিমপাড়া মুরগী ও ব্রিডার:

১০০ গ্রাম প্রতি ১০০০ মুরগীর জন্য যেকোনো ধকল বা এন্টিবায়োটিক এর সাথে সহযোগী চিকিৎসা হিসাবে লাইসোপ্লাস পাউডার ব্যবহার করা যায়

বাছুর, গরুও ছাগল:

  • প্রতি ১০ কেজি দৈহিক ওজনের জন্য ১-৩ গ্রাম লাইসোপ্লাস পাউডার ধকল প্রতিরোধে বা এন্টিবায়োটিক এর সাথে সহযোগী চিকিৎসা হিসাবে
  • লাইসোপ্লাস পাউডার ভ্যাকসিন বা টিকা দেওয়ার পাশাপাশি সহযোগী চিকিৎসা হিসেবে ব্যবহার করা যায়। টিকা দেওয়ার ১ম, ৩য় ও ৫ম দিন পর উপরে বর্ণিত মাত্রায় ব্যবহার করা যায়
  • লাইসোপ্লাস পাউডার এন্টিবায়োটিক চিকিৎসার পাশাপাশি সহযোগী চিকিৎসা হিসেবে প্রয়োজন অনুযায়ী প্রতিদিন ব্যবহার করা যায়

উল্লেখ্য, বাজারে বর্তমানে ১০ গ্রাম ও ১০০গ্রাম স্যাচেটে লাইসোপ্লাস পাউডার বাজারজাত করা হচ্ছে। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে অনলাইন প্লাটফর্মের মাধ্যমে এসিআই এনিমেল হেলথ এর মাঠ পর্যায়ে কর্মরত কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করে।

কৃতজ্ঞতায়ঃ এ সি আই এনিমেল হেলথ

0 comments on “প্রাণিদেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সক্ষম এসিআই’র লাইসোপ্লাস পাউডারের বাজারজাত শুরু

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!