বাংলাদেশ একের পর এক দূর্যোগ পর্যায়ক্রমে আসতে থাকে। আইলা, সিডর পর এবার আসছে অশনি প্রভাব। ঘুর্নিঝড় অশনির প্রভাবে চলমান দূর্যোগপূর্ন আবহাওয়ায় কৃষিতে করনীয় কি ? এ সব দূর্যোগে সব থেকে বেশি ক্ষতির সম্মুখিন হয় কৃষি এবং কৃষক।
দূর্যোগপূর্ন আবহাওয়ায় কৃষিতে করনীয়
মাছ চাষিদের করনীয় পুকুরের চারপাশে জাল দিয়ে ঘিরে রাখুন যাতে বৃষ্টির কারনে মাছ বের হয়ে যেতে না পারে।
গবাদিপশু হাঁস-মুরগী নিরাপদ এবং শুকনো জায়গায় রাখুন। স্যাতস্যাতে যায়গা বিভিন্ন রোগ বালাই আক্রমন বেশি।
ধান চাষিদের জন্য -বোরো ধান ৭৫-৮৫% পেকে গেলেই দ্রুত কেটে সংগ্রহ করে।
স্বল্প পরিপক্ক সবজি ও ফল সংগ্রহ করে ফেলুন।
ফসল নিরাপদ স্থানে কেটে সরিয়ে ফেলতে না পারলে গাদা করে রাখুন। পলিথিন দিয়ে ফসলের গাদা ঢেকে রাখুন। পলিথিন এমন ভাবে ঢেকে রাখুন যাতে ভারি বৃষ্টির পানি ক্ষতি করতে না পারে।
ফসলের জমিতে পানি জমে না থাকে এজন্য সেচ নালা পরিস্কার রাখুন।
জমির আইল উচু করে দিন যাতে পানির স্রোতে দন্ডায়মান ফসল ক্ষতিগ্রস্থ না হয়।
সেচ সার বালাইনাশক ফসলের জমিতে দেয়া বন্ধ রাখন।
আখের দন্ডায়মান ঝাড় বেধে রাখুন।
কলা গাছের জন্য খুটির ব্যবস্থা করুন।
পেপে, মাল্টা, ড্রাগন ফলের বাগান সেচ নালা পরিস্কার রাখুন যেন পানি জমে না থাকে।