Saturday, 02 December, 2023

সর্বাধিক পঠিত

কুষ্টিয়ায় ৫ দফায় বাড়ল চালের দাম


Rice mill in Bangladesh

কুষ্টিয়ায় সবধরনের চালের দাম কেজিপ্রতি ২ টাকা বেড়েছে ।  চলতি বছরে ৫ দফায় কেজিতে ১০ টাকা বাড়ল চালের দাম।
খুচরা ব্যবসায়ীরা জানান, প্রকার ভেদে হঠাৎ করে বস্তাপ্রতি ৫০ থেকে ৮০ টাকা পর্যন্ত চালের দাম বাড়িয়ে দেয় মিল মালিকরা। এতে বিপাকে পড়েছেন দিনমজুর, খেটে খাওয়া সাধারণ মানুষ ও সাধারন খুচরা ব্যবসায়ীরা।

আরো পড়ুন
ফুলকপি চাষ পদ্ধতি
ফুলকপি

বাংলাদেশের শীতকালীর সবজির মধ্যে ফুল কপি অন্যতম । স্বাদে ও গুণে ভরপুর ফুলকপি সবজির চাহিদা শীতকাল আসলে বেড়ে যায়। ফ্রাইড Read more

বোরো চাষে সুখবর, চারটি ইউরিয়া কারখানা চালু
ইউরিয়া ও বোরো ধান চাষ

বোরো মৌসুম, ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত, বছরে দুই কোটি টন ধানের ফলন হয়, বাংলাদেশে এই সময়ে সর্বোচ্চ ফসলের সময়কাল। ডিসেম্বরে Read more

চাল আমদানির সিদ্ধান্ত
শুল্ক কমিয়ে চাল আমদানির সিদ্ধান্ত

উত্তরবঙ্গের কয়েকটি জেলাতে ধানের দাম বেড়েছে। এ বছর শুল্ক কমিয়ে চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছেন সরকার।

মিল মালিকদের ভাষ্যমতে , বিভিন্ন ধানের দাম বস্তাপ্রতি ৬০ থেকে ১শ’ টাকা পর্যন্ত বেড়েছে। এ কারণে বেড়েছে চালের দামও।

 নওগাঁ, দিনাজপুরসহ দেশের বিভিন্ন হাটে ধানের দাম বাড়লেই চট করে চালের দাম বাড়িয়ে দেয়া হয় কুষ্টিয়ায় বলছেন,সাধারণ ভোক্তারা।

চলতি বছর ৫ দফায় কেজি প্রতি ১০ টাকা বেড়েছে চালের দাম। সেখান থেকে দাম ২ দফায় কমেছে মাত্র ৪ টাকা।

স্বাভাবিক ভাবে দাম বাড়লে আর কমতে চায় না আমাদের ব্যবসায়ীদের কাছে কোন কিছুর দাম।

0 comments on “কুষ্টিয়ায় ৫ দফায় বাড়ল চালের দাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!