Sunday, 22 December, 2024

সর্বাধিক পঠিত

আঙুর খেলে কি হয়?

চাষির প্রশ্নCategory: Questionsআঙুর খেলে কি হয়?
Ariyan asked 3 years ago

সকাল বেলা বা খালি পেটে আঙুর খেলে কি হয়?

1 Answers

আঙুরে রয়েছে ভিটামিন কে, সি, বি১, বি৬ এবং খনিজ উপাদান ম্যাংগানিজ ও পটাশিয়াম। আঙুর কোষ্ঠকাঠিন্য, ডায়াবেটিস, অ্যাজমা ও হৃদরোগের মতো রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে। আঙুরে রয়েছে ভিটামিন কে, সি, বি১, বি৬ এবং খনিজ উপাদান ম্যাংগানিজ ও পটাশিয়াম। আঙুর কোষ্ঠকাঠিন্য, ডায়াবেটিস, অ্যাজমা ও হৃদরোগের মতো রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে।
১. ক্যানসার নিরাময়ে আঙ্গুর কাজ করে, আমাদের অঙ্গপ্রত্যঙ্গের প্রদাহ দূর করে থাকে।
২. ত্বককে সুরক্ষিত রাখে, আঙ্গুরে থাকা ফাইটো কেমিক্যাল ও ফাইটো নিউট্রিয়েন্টি এবং ভিটামিন সি যা ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে বিশেষ ভূমিকা রাখে।
৩. বয়সের ছাপে বাধা দেয় ও আমাদের ত্বক ঠিক রাখে।
৪. কিডনির ভাল রাখতে সাহায্য করে। আঙ্গুরের সব ভিটামিন  কিডনির রোগ-ব্যাধির বিরুদ্ধেও কাজ করে আমাদের শরীরকে সুস্থ রাখে। এ ছাড়া আঙ্গুর মাইগ্রেনের সমস্যা রোধ করে।
৫. নিয়মিত রক্ত সঞ্চালন  সহায়ক ও ইনসুলিন বৃদ্ধি করে থাকে।
৬. ভুলে যাওয়া রোগ নিরাময় আঙ্গুর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
৭. স্তন ক্যান্সার নির্মূল করতে আঙ্গুর সক্ষম। আঙ্গুরের উপাদান স্তন ক্যান্সার সৃষ্টিকারী কোষের বিরুদ্ধে কাজ করতে পুরোপুরি সক্ষম।
৮. কোলেস্টেরলের মাত্রা কমাতে: আঙ্গুরের  টরোস্টেলবেন নামে এক ধরনের যৌগ সাহায্য করে।
৯. শরীরের হাড় শক্ত করে আঙ্গুর।
১০. মাথাব্যথা হলে আঙ্গুর খেলে আরাম বোধ হয়।
১১. চোখের স্বাস্থ্য রক্ষায় আঙ্গুর অনেক বেশি কার্যকর। 
১২. অ্যাজমা প্রতিরোধ করতে আঙ্গুরের ঔষধি গুনাগুন অনেক। এটি অ্যাজমার ঝুঁকি থেকে আমাদেরকে রক্ষা করে এবং ফুসফুসে আর্দ্রতার পরিমাণ বাড়ায়।
১৩. বদহজম দূর করতে আঙ্গুর খাওয়া হয় তাহলে অনেকাংশে দূর হয়। 
তাই সবারই দিনে একবার হলেও আঙুর খাওয়া উচিত।

জনপ্রিয় লেখা