Sunday, 19 May, 2024

সর্বাধিক পঠিত

গাভীর জন্য PAG ভিত্তিক গর্ভাবস্থা সনাক্তকরণ নিয়ে ব্র্যাক এবং হেকেম (বাংলাদেশ) লিমিটেড এর চুক্তি স্বাক্ষরিত


BRAC AI enterprise & HAYCHEM BANGLADESH LIMITED

আজ ৬ মে ব্র্যাক কৃত্রিম প্রজনন প্রধান কার্যালয়, ৭৫ মহাখালী ঢাকায় ”গাভীর জন্য PAG ভিত্তিক গর্ভাবস্থা সনাক্তকরণ ল্যাবরেটরি টেস্ট” নিয়ে ব্র্যাক এ আই এন্টারপ্রাইজ এবং হেকেম (বাংলাদেশ) লিমিটেড এর চুক্তি স্বাক্ষরিত হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং চুক্তিতে স্বাক্ষর করেন ফারুকুল ইসলাম, পিএইচডি, ডেপুটি জেনারেল ম্যানেজার, ব্র্যাক এআই এন্টারপ্রাইজ, ঢাকা এবং এ.কে.এম. কামরুল আহসান, জিএম, সাপ্লাই চেইন অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন, হেকেম (বাংলাদেশ) লিমিটেড।

খামার লাভজনক করতে প্রয়োজন সঠিক সময়ে গর্ভাবস্থা নির্নয় করা। সঠিক সময়ে গাভীর অ-গর্ভবতী পরীক্ষা করতে পারলে পুনরায় প্রজনন করা সম্ভব এবং একটি সর্বোত্তম বাছুর জন্মাতে সহায়তা করে।

আরো পড়ুন
বায়োফ্লকের পানি তৈরি করার পদ্ধতি বা নিয়ম
বায়োফ্লক ট্যাংক

বায়োফ্লকে পানি তৈরি বায়োফ্লক মাছ চাষের অন্যতম প্রধান কাজ। বায়োফ্লক শুধুমাত্র ফ্লক তৈরি করতে না পেরে অনেকে ক্ষতির সম্মুখীন হয়েছেন। Read more

চলমান তাপ প্রবাহে হাঁস-মুরগি ও প্রাণিসম্পদ ব্যবস্থাপনা
চলমান তাপ প্রবাহে হাঁস-মুরগি ও প্রাণিসম্পদ ব্যবস্থাপনা

তীব্র তাপপ্রবাহ হাঁস- মুরগি ও গবাদিপ্রাণির দেহে নানা ধরনের প্রত্যক্ষ ও পরোক্ষ পীড়ন (স্ট্রেস) তৈরি করে, ফলে হাঁস-মুরগি ও গবাদিপ্রাণির Read more

High reproductive efficiency is a prerequisite for high life-time production in Dairy Animals. No breeding-No calf-No production. Need to identify dry cows ASAP. Current method takes around 75-90 days to identify dry cows. PAG based milk/Blood sample test method can identify open cows as early as 28 days. Early pregnancy diagnosis is key to shorten the calving interval through early identification of open animals & their timely treatment & re-breeding so as to maintain a postpartum barren. Early pregnancy-early calving-early new lactation-Early production. Then more milk, more money.

এছাড়া অনুষ্ঠানে সূচনা বক্তব্যে ডাঃ মোঃ মতিউর রহমান, ম্যানেজার-এলএস এন্ড ট্রেনিং, বাস্তবায়ন পদ্ধতি নিয়ে আলোচনা করেন ডাঃ মোঃ শওকত আলী, এজিএম-সেলস, বিধান চন্দ্র রায়, সিনিয়র ম্যানেজার, মোহাম্মদ আলী মিলন, ডেপুটি ম্যানেজার, অ্যাকাউন্টস, জনাব কৌশিক চৌধুরী, সহকারী ম্যানেজার, ব্র্যাক

এবং আরো উপস্থিত ছিলেন ড. ঈশান ওয়েরাসিংহে, ডিজিএম-টেকনিক্যাল অ্যান্ড আরএন্ডডি, হেইলিস এগ্রিকালচার হোল্ডিং লিমিটেড, আঞ্চলি লা-আর্ড, পিএইচডি এলপিডি কমার্শিয়াল ম্যানেজার-সামি, আইডিইএক্সএক্স, এবং ডঃ মোঃ মাহমুদুল হাসান, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, সেলস অ্যান্ড মার্কেটিং, হেকেম (বাংলাদেশ) লিমিটেড।

0 comments on “গাভীর জন্য PAG ভিত্তিক গর্ভাবস্থা সনাক্তকরণ নিয়ে ব্র্যাক এবং হেকেম (বাংলাদেশ) লিমিটেড এর চুক্তি স্বাক্ষরিত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *