Tuesday, 30 April, 2024

সর্বাধিক পঠিত

গবাদিপশুর ব্যেবেসিওসিস বা রক্ত প্রস্রাব রোগের লক্ষন ও করনীয়।

চাষির প্রশ্নCategory: গবাদি পশু ও পাখি পালনগবাদিপশুর ব্যেবেসিওসিস বা রক্ত প্রস্রাব রোগের লক্ষন ও করনীয়।

ব্যেবেসিওসিস বা রক্ত প্রস্রাব আঁটালীর মাধ্যমে ব্যবেসিয়া নামক এক প্রকার ব্লাড প্রটোজোয়া সংক্রমিত হয়ে এই রোগের সৃষ্টি হয়। দেশের সর্বত্র এ রোগ হয়, তবে পাহাড়ী এলাকায এই রোগ বেশী হতে দেখা যায়। গবাদিপশুর ব্যেবেসিওসিস বা রক্ত প্রস্রাব রোগের লক্ষন ও করনীয় কি ?

1 Answers
এগ্রোবিডি২৪ Staff answered 3 years ago

ব্যেবেসিওসিস বা রক্ত প্রস্রাব আঁটালীর মাধ্যমে ব্যবেসিয়া নামক এক প্রকার ব্লাড প্রটোজোয়া সংক্রমিত হয়ে এই রোগের সৃষ্টি হয়। দেশের সর্বত্র এ রোগ হয়, তবে পাহাড়ী এলাকায এই রোগ বেশী হতে দেখা যায়।
 
ব্যেবেসিওসিস বা রক্ত প্রস্রাব লক্ষণঃ
অতি উচ্চ তাপমাত্রা (১০৮ ডিগ্রী ফাঃ)। রক্তের লোহিত কণিকা ভেঙ্গে হিমোগ্লোবিন প্রস্রাবের সঙ্গে বের হয়ে আসে। প্রস্রাবের রং কালচে লাল হয়।
 
ব্যেবেসিওসিস বা রক্ত প্রস্রাব করণীয়ঃ
পশুকে নিযমিত কীটনাশক সেপ্র করে আঁটালীমুক্ত রাখতে হবে। পশুর বাসস্তান নিয়মিত পরিস্কার রাখতে হবে। 
জরুরী ভিত্তিতে সামান্য বরিক পাউডার ফিটকিরি মিশ্রিত পানি গুলে খাওয়ালে রোগের কিছুটা উপশম হয়।
 
ব্যেবেসিওসিস বা রক্ত প্রস্রাব চিকিৎসাঃ
বেরিলিন জাতীয় ঔষধ দ্বারা চিকিৎসা করা যেতে পারে। অভিজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা করতে হবে।

জনপ্রিয় লেখা