Friday, 26 April, 2024

সর্বাধিক পঠিত

বাদলা রোগের লক্ষণ, প্রতিকার ও চিকিৎসা

চাষির প্রশ্নCategory: গবাদি পশু ও পাখি পালনবাদলা রোগের লক্ষণ, প্রতিকার ও চিকিৎসা
রিশিকেশ asked 3 years ago

গলা ফোলা রোগ গবাদিপশুর সংক্রামন রোগ। গরুর শরীরের মাংশালো স্থান ফুলে উঠে। বাদলা রোগের লক্ষণ, প্রতিকার ও চিকিৎসা কি?

1 Answers
এগ্রোবিডি২৪ Staff answered 3 years ago

বাদলা এটি সাধারণত কম বয়সের গরু মহিষের ব্যাকটেরিয়াজনিত একটি মারাত্মক সংক্রামক রোগ

বাদলা রোগের লক্ষণঃ

শরীরের তাপমাত্রা বৃদ্ধি পায়। পেট ফাঁপা দেখা দেয়। শরীরের মাংশালো স্থান ফুলে উঠে। ফোলা স্থান প্রথমে শক্ত, গরম অনুভুত হয়। পরবর্তিতে ফুলা স্থানে চাপ দিলে বজ বজ শব্দ হয়। ফুলা স্থান কাটলে ফেনাযুক্ত রস বাহির হয় এবং টক টক গন্ধ পাওয়া যায়। প্রচন্ড ব্যথা হয় ও পশু প্রাথমিক পর্যায়ে খুড়িয়ে হাঁটে। পরবর্তিতে আক্রান্ত পশু হাটতে বা দাঁড়াতে পারেনা। উপযুক্ত চিকিৎসার অভাবে পশুর মৃত্যু হয়।

করনীয়ঃ

অসুস্থ্য পশুকে সুস্থ্য পশু থেকে আলাদা করতে হবে। দ্রুত চিকিৎসার ব্যবস্থা নিতে হবে। গর্ত করে চুন ছিটিয়ে মৃত পশুকে মাটিতে পুঁতে ফেলতে হবে। মৃতদেহ কোন অবস্থাতেই খোলা মাঠে বা পানিতে ভাসিয়ে দেয়া যাবেনা । গর্তে পর্যাপ্ত চুনা ছিটিয়ে দিতে হবে।

প্রতিষেধকঃ

সুস্থ্য পশুকে ছয় মাস পর পর নিয়মিত টিকা দিতে হবে বিশেষ করে ২ বছরের কম বয়সের গবাদিপশুকে।

বাদলা রোগের চিকিৎসাঃ

পেনিসিলিন গ্রুপের ইনজেকশন নির্ধারিত মাত্রায় ৪ – ৫ দিন ব্যবহার করতে হবে।

জনপ্রিয় লেখা