Thursday, 21 November, 2024

সর্বাধিক পঠিত

বর্ষাকালীন সময়ে মাছে খাবার বন্ধ রাখা

চাষির প্রশ্নCategory: মৎস্য চাষবর্ষাকালীন সময়ে মাছে খাবার বন্ধ রাখা

বর্ষাকালীন সময়ে মাছে খাবার বন্ধ রাখা কতটা যুক্তি যুক্ত? বর্ষাকালীন সময়ে মাছে কিভাবে খাবার দিতে হবে?

1 Answers
এগ্রোবিডি২৪ Staff answered 4 years ago

বর্ষাকালীন সময়ে মাছের খাবার বন্ধ করা যাবে কিনা? বৈশাখ মাস থেকে ভাদ্র মাস পর্যন্ত যে হারে মাছের গ্রোথ হয় অন্যকোন সময়ে সে হারে মাছের গ্রোথ হয়না।
বৈশাখ মাস থেকে ভাদ্র মাস অনেকেই বৃষ্টি হলেই খাবার বন্ধ রাখছেন, তাহলে মাছ বাড়বে কখন?
বর্ষাকালীন সময়ে মাছের খাবার যখনি বৃষ্টি বন্ধ হবে তখনি খাবার দেওয়া যাবে। শুধু শুধু খাবার বন্ধ রেখে মাছের গ্রোথে বাধা প্রদান করবেন না।
একদিন খাবার দিতে পারেন নি, তার মানে হিসাব থেকে একটি দিন পিছিয়ে পড়লেন।
বৃষ্টির জন্য খাবার দেওয়া বন্ধ রেখেছি, এধরনের খোঁড়া যুক্তি দাঁড় করাবেন না।
বিঃদ্রঃ আবহাওয়া পর্যবেক্ষণ করে পুকুরে খাবার প্রয়োগ করবেন, প্রাকৃতিক দূর্যোগ বা নিন্মচাপ তৈরী হলে তখন খাবার প্রয়োগে সতর্কতা অবলম্বন করবেন।

জনপ্রিয় লেখা