Monday, 30 December, 2024

সর্বাধিক পঠিত

বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ

চাষির প্রশ্নCategory: মৎস্য চাষবায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ
Masum asked 4 years ago

আমার পুকুর নাই। বায়োফ্লকে পদ্ধতিতে মাছ চাষ নিয়ে জানতে চাই । 

1 Answers
এগ্রোবিডি২৪ Staff answered 4 years ago

বায়োফ্লকে মাছ চাষের সফলতা কেমন ? বায়োফ্লকে মাছ চাষের লাভ ও ক্ষতি নিয়ে জানতে চাই? আপনার প্রশ্নের উত্তর খুব সোজা ভাষায় হচ্ছে। বায়োফ্লকে পর্যাপ্ত জ্ঞান এবং মোটামুটি কমপক্ষে এক লাখ লিটার পানিতে বায়োফ্লকে মাছ চাষ করলে আপনি লাভবান হতে পারবেন। বিস্তারিত নিয়ে নিচে আলোচনা করা হল।
মাছ চাষের পুকুর বা জলাশ্বয় নেই সেক্ষেত্রে আপনি বায়োফ্লক পদ্ধতির মাধ্যমে মাছ চাষের সিদ্ধান্ত গ্রহন করতে পারেন । বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষের সঠিক জ্ঞানের মাধ্যমে মাছ চাষ করলে আপনার সামাজিক মর্যাদা বৃদ্ধি এবং প্রতি মাসে ১ লক্ষ টাকার বেশি আয় করতে পারবেন। তবে সেক্ষেত্রে আপনাকে বায়োফ্লকে মাছ চাষ সম্বন্ধে এবং মাছ সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান রাখতে হবে।
বিস্তারিত জানতে পড়ুন বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ

জনপ্রিয় লেখা