বীজতলায় বাদামি গাছ ফড়িংয়ের আক্রমণে বীজতলার ছোট ছোট ধানের চারা ‘জ্বলে’ যাচ্ছে। বোরো মৌসুমের শুরুতেই এমন ঘটনায় আতঙ্কে দিন কাটাচ্ছেন হবিগঞ্জের বানিয়াচংয়ে কৃষকেরা। এদিকে উপজেলা কৃষি কর্মকর্তা ও জেলার উর্ধ্বতন কর্মকর্তারাও ছুটছেন মাঠে। প্রজেক্টরের মাধ্যমে পোকার আক্রমণ ঠেকানো ও দমন করার পদ্ধতি ও কলাকৌশল দেখাচ্ছেন তারা।
বানিয়াচং ১ নম্বর উত্তর-পূর্ব ইউনিয়নের চতুরঙ্গরায়ের পাড়া গ্রামের শহীদুল ইসলাম জানান, তেলকুমার হাওরের বীজতলায় কারেন্ট পোকার আক্রমণে কৃষকরা দিশেহারা হয়ে পড়ছেন।
এ ব্যাপারে বানিয়াচং উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. এনামুল হক বলেন, বাদামি গাছ ফড়িংয়ের আক্রমণে কৃষকদের চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। কৃষি বিভাগের লোকজন সার্বক্ষণিক মাঠে গিয়ে কৃষকদের সাথে দেখা করে তাদেরকে বিভিন্ন পরামর্শ দিচ্ছেন। ওষুধ প্রয়োগ করলেই আশা করছি সমস্যার সমাধান হবে।
তিনি আরো জানান, ইতিমধ্যে উপজেলার বিভিন্ন হাওরে বাদামি গাছ ফড়িংয়ের আক্রমণে দুঃশ্চিন্তাগ্রস্ত কৃষকদের সচেতন করে তুলতে এবং বিভিন্ন পরামর্শ দিতে ব্লক সুপারভাইজাররা বিভিন্ন মাঠে ছুটে যাচ্ছেন।