Friday, 29 March, 2024

সর্বাধিক পঠিত

ধানের মাজরা পোকা দমনের উপায়

চাষির প্রশ্নCategory: কৃষি তথ্যধানের মাজরা পোকা দমনের উপায়

ধানের মাজরা পোকার জীবন চক্রের বিভিন্ন অবস্থান ধানের ক্ষতি করে।  ধানের মাজরা পোকা দমনের উপায় কি ? 

1 Answers
Liton Khondokar answered 2 years ago

ধানের মাজরা পোকা দমনের উপায় নিয়ে বিস্তারিত নিচে দেওয়া হলঃ

ধানের মাজরা পোকা দমন ব্যবস্থাপনাঃ

১   নিয়মিতভাবে ক্ষেত পর্যবেক্ষণের সময় মাজরা পোকার মথ ও ডিম সংগ্রহ করে নষ্ট করে ফেললে মাজরা পোকার সংখ্যা ও ক্ষতি অনেক কমে যায়। থোর আসার পূর্ব পর্যন্ত হাতজাল দিয়ে মথ ধরে ধ্বংস করা যায়।
২    ক্ষেতের মধ্যে ডালপালা পুঁতে পোকা খেকো পাখির বসার সুযোগ করে দিলে এরা পূর্ণবয়স্ক মথ খেয়ে এদের সংখ্যা কমিয়ে ফেলে।
৩    মাজরা পোকার পূর্ণ বয়স্ক মথের প্রাদুর্ভাব যখন বেড়ে যায় তখন ধান ক্ষেত থেকে ২০০-৩০০ মিটার দূরে আলোক ফাঁদ বসিয়ে মাজরা পোকার মথ সংগ্রহ করে মেরে ফেলা যায়।
৪   যে সব অঞ্চলে হলুদ মাজরা পোকার আক্রমণ বেশী, সে সব এলাকায় সম্ভব হলে চান্দিনার (বি আর ১) মত হলুদ মাজরা পোকা প্রতিরোধ সম্পন্ন জাতের ধান চাষ করে আক্রমণ প্রতিহত করা যায়।
৫    ধানের জমিতে শতকরা ১০-১৫ ভাগ মরা ডিগ অথবা শতকরা ৫ ভাগ মরা শীষ পাওয়া গেলে অনুমোদিত কীটনাশক   (যেমন- ডায়াজিনন ৬০ ইসি, কার্বোফুরান ৫জি, ফেনিট্রথিয়ন ৫০ ইসি ইত্যাদি) ব্যবহার করা।

আরো বিস্তারিত জানতে নিকটস্থ কৃষি অফিসারের সাথে যোগাযোগ করতে পারেন।

জনপ্রিয় লেখা