এসিআই-এর বিশেষায়িত জেনেটিক্স রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট সেন্টারে রয়েছে দেশী-বিদেশী বিভিন্ন উন্নত জাতের ষাঁড়। কৃত্রিম প্রজননের জন্য সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে এসব ষাঁড় থেকে সিমেন সংগ্রহ ও প্রসেসিং করা হয়। যা এসিআই সিমেন নামে দেশব্যাপী পৌঁছে যাচ্ছে খামারির কাছে। গবেষণায় দেখা গেছে এসিআই সিমেন ব্যবহারে গাভীর গর্ভধারণের হার বেড়েছে যা বাংলাদেশে সবচেয়ে বেশি।
সোমবার (২২ মার্চ) রাজধানীর পুলিশ প্লাজায় এসিআই এনিমেল জেনেটিক্স এর আয়োজনে Gift Handover Ceremony তে এ কথা জানান এসিআই এগ্রিবিজনেস-এর ম্যানেজিং ডিরেক্টর ও সিইও ড. এফ এইচ আনসারি।
তিনি বলেন, গাজীপুরের রাজাবাড়িতে এসিআইয়ের বিশেষায়িত জেনেটিক্স রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট সেন্টার গড়ে উঠেছে। সেখানে গরুর প্রজনন, জাত উন্নয়ন, দুধ ও মাংসের উৎপাদনশীলতা বৃদ্ধি নিয়ে গবেষণা ও প্রযুক্তি হস্তান্তর চলছে।
তিনি আরও বলেন, স্বাধীনতার ৫০ বছরে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হলেও পুষ্টিতে এখনো স্বয়ংসম্পূর্ণ হতে পারেনি। দেশের প্রাণিসম্পদের সবচেয়ে বড় অংশ হল গরু। দুধ ও মাংসের যোগান দিয়ে পূরণ করে চলেছে প্রাণিজ আমিষের চাহিদা। তবে উন্নত জাত না থাকায় উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হচ্ছে না। কৃত্রিম প্রজননের দ্বারা জাত উন্নয়নের মাধ্যমে উৎপাদন বাড়াতে কাজ করছে ACI Animal Genetics।
ড. এফ এইচ আনসারি বলেন, মাংস ও দুধ বৃদ্ধির মাধ্যমে খামারির মুখে হাসি ফুটানোই এসিআই-এর প্রধান ব্রত। কৃত্রিম প্রজননের প্রশিক্ষণ নিয়ে স্বাবলম্বী হচ্ছে গ্রাম বাংলার অসংখ্য বেকার যুবকরা। তারা সম্পৃক্ত হচ্ছেন দেশকে এগিয়ে নেওয়ার মুল ধারার সাথে। ইতিমধ্যে এসিআই সিমেন ব্যবহার করে ভালো ফলাফল পাচ্ছে খামারিগণ এবং দারুনভাবে প্রশংসিত হচ্ছে।
এসিআই এনিমেল জেনেটিক্স-এর বিজনেস ম্যানেজার জনাব মোজাফফর উদ্দিন আহমেদ বলেন, ‘বদলে যাবে সারাদেশ, দুধে মাংসে বাংলাদেশ’ শ্লোগান নিয়ে প্রাণিসম্পদের আধুনিক প্রজনন কার্যক্রমকে এগিয়ে নিতে ACI Animal Genetics উন্নতমানের সিমেন বাজারজাত করছে। যা থেকে উন্নত জাতের পছন্দসই রঙ, গঠন ও আকারের বাছুর পাওয়া যায়। ক্রমবর্ধমান অগ্রগতির ধারা ধরে রাখতে এবং এই অগ্রগতিকে আরো বেগবান করতে সারাদেশের পরিবেশকদের মধ্য থেকে সেরা দুইজনকে পুরস্কৃত করেছে ACI Animal Genetics। এরই ধারাবাহিকতায় এ বছরের বেস্ট ডিসবিউটার এওয়ার্ড হিসাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ঝিনাইদহ জেলার পরিবেশক মোখলেছুর রহমানকে ১৫০ সিসি ইয়ামাহা মোটর সাইকেল এবং কিশোরগঞ্জের পরিবেশক জনাব মনসুর আলীকে একটি দামী মোবাইল সেট উপহার হিসেবে প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন এসিআই এনিমেল হেলথ্-এর ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাঃ শাহীন শাহ, এসিআই এনিমেল জেনেটিক্স এর উপদেষ্টা ডাঃ অরবিন্দ কুমার সাহা ও ডাঃ হীরেশ রঞ্জন ভৌমিক, এসিআই এনিমেল হেলথ এর চিফ টেকনিক্যাল এডভাইজার ডাঃ এম এ সালেক প্রমুখ।
এছাড়া এসিআই এনিমেল জেনেটিক্স এর কর্মকর্তা, পরিবেশক এসিআই এনিমেল হেলথ্-এর উচ্চ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন৷
md.Atikur rahman
May 8, 2022 at 7:33 pmআমার খামারে এসিআই সিমেন নিতে চাই।
এগ্রোবিডি২৪
May 8, 2022 at 7:58 pmএসিআই সিমেন এর জন্য যোগাযোগ করুন, ০১৭১১-৮৮৭৭২২