Friday, 21 November, 2025

দেশের জলাশয় রক্ষায় কাজ করবে সরকার: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা


জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উপলক্ষে মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বর্ণাঢ্য র‍্যালির উদ্বোধনকালে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেন, সারা দেশের জলাশয়গুলো রক্ষা করতে সরকার কাজ করে যাবে এবং দেশের মানুষের আমিষের চাহিদা পূরণে অবদান রাখবে।

তিনি আরও বলেন, এ বছরের স্লোগান, “অভয় আশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” বাস্তবায়নে দেশের মৎস্যজীবী ভাই-বোনেরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। মৎস্যজীবীদের উদ্দেশে তিনি বলেন, দেশের মৎস্য সম্পদ রক্ষায় আপনারা কষ্ট করে মানুষের খাদ্যের জোগান দিচ্ছেন। সরকার নীতিগত ও প্রশাসনিকভাবে আপনাদের পাশে থাকবে।

র‍্যালি শেষে উপদেষ্টা বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মৎস্য মেলা উদ্বোধন ও পরিদর্শন করেন। এ সময় তিনি মুক্তা ও ঝিনুককে জাতীয় সম্পদ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, এই মেলায় মানুষ দেশের মৎস্য ও সামুদ্রিক সম্পদ সম্পর্কে জানতে পারবে।

আরো পড়ুন
নবান্ন উৎসব ঘিরে বগুড়ার বাজারে নতুন আলু, দাম চড়া ৫০০ টাকা কেজি

সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী নবান্ন উৎসবকে কেন্দ্র করে বগুড়ার বাজারগুলোতে উঠেছে নতুন আলু। উৎসবের আমেজে এই আলুর চাহিদা এখন তুঙ্গে। তবে Read more

কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা: সময়সূচি প্রকাশ

২০২৫-২৬ শিক্ষাবর্ষে কৃষি গুচ্ছভুক্ত ৯টি বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে। পরীক্ষার তারিখ: ২০২৬ সালের Read more

এ সময় মৎস্য অধিদপ্তরের বরিশাল বিভাগের পরিচালক আলফাজ উদ্দীন শেখের মৃত্যুতে এক মিনিট নীরবতা পালন করা হয়।

0 comments on “দেশের জলাশয় রক্ষায় কাজ করবে সরকার: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ