Sunday, 24 August, 2025

নেপালে বার্ড ফ্লুর কারণে হাজারো পাখি হত্যা


নেপালের রাজধানী কাঠমান্ডুতে বার্ড ফ্লুর কারণে কয়েক হাজার হাস-মুরগি ও পাখিজাতীয় জীবকে মেরে ফেলা হয়েছে।

দেশটির কৃষি ও পশুপাখিবিষয়ক মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতি থেকে এ তথ্য জানা গেছে।

বিবৃতিতে বলা হয়, নেপালের রাজধানীর তারকেশ্বর মিউনিসিপালিটি-৭ এলাকায় একটি ফার্মে এই ফ্লু শনাক্ত করার পর ১৮৬৫টি হাস, ৬২২টি কোয়েল, ৩২টি মুরগি ও ২৫টি টার্কি মুরগি মেরে ফেলা হয়েছে।

আরো পড়ুন
সরকারের উদ্যোগে কম দামে আলু কিনবে, দাম নির্ধারণ করা হবে: কৃষি উপদেষ্টা

এবছর আলুর বাম্পার ফলন হলেও কৃষকরা সঠিক দাম পাচ্ছে না। তাদের ক্ষতি কমাতে সরকার সরাসরি কিছু আলু কিনবে। পাশাপাশি কোল্ড Read more

সাদা সোনা খ্যাত বাগেরহাটে চিংড়িতে মড়ক, দিশেহারা চাষিরা

দেশের 'সাদা সোনা' খ্যাত বাগেরহাট জেলার বাগদা চিংড়ি ঘেরে ভয়াবহ মড়ক দেখা দিয়েছে। ভাইরাস, পানি স্বল্পতা, অস্বাভাবিক তাপমাত্রা এবং লাগাতার Read more

কেন্দ্রীয় প্রাণিসম্পদ গবেষণা পরীক্ষাগারে পিসিআর টেস্টে সংক্রমণটি নিশ্চিত করা হয়েছে। পাখির অস্বাভাবিক আচরণে সন্দেহ হলে কর্তৃপক্ষকে তা জানানোর জন্য পোলট্রি ব্যবসায়ী ও কৃষকদের প্রতি অনুরোধ করেছে দেশটির মন্ত্রণালয়।

সূত্র: এনডিটিভি

0 comments on “নেপালে বার্ড ফ্লুর কারণে হাজারো পাখি হত্যা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ