বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ‘প্রিসিশন ফার্মিং উইথ আদর্শ প্রাণিসেবা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের মেডিসিন কনফারেন্স হলে ওই সেমিনারটি অনুষ্ঠিত হয়।
ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মকবুল হোসেনের সভাপতিত্বে এবং ফার্মাকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক পূর্বা ইসলামের সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্রগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্স বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) সাবেক উপাচার্য ড. এ. এস. মাহফুজুল বারি। এছাড়াও ভেটেরিনারি অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আদর্শ প্রাণিসেবা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ফিদা হক।
মূল প্রবন্ধে ফিদা হক বলেন, ডিজিটাল প্রাণিসেবার প্লাটফর্ম আদর্শ প্রাণিসেবা লিমিটেড ২০১৯ সাল থেকে যাত্রা শুরু করে। আদর্শ প্রাণিসেবা দেশের প্রত্যন্ত গ্রামাঞ্চলে উন্নত প্রযুক্তি ব্যবহার করে মোবাইল প্লাটফর্মে গবাদি প্রাণির বীমা সুবিধা প্রদানসহ খামারীর সার্বিক অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখতে কাজ করে যাচ্ছে। প্রাণিসম্পদ সম্প্রসারণমূলক কার্যক্রমে তথ্য-প্রযুক্তিকে কাজে লাগিয়ে গ্রামীণ আর্থ-সামাজিক উন্নয়নে সরকারের মিশন এবং ভিশন বাস্তবায়নে কাজ করছে প্রতিষ্ঠানটি।