Wednesday, 15 January, 2025

সর্বাধিক পঠিত

বন্যায় মাছ চাষের পুকুরে/ঘেরে করনীয় কি?


Pond Management of flooded area

মাছ চাষের পুকুরে বা জ্বলাশয়ে বন্যার পানি প্রবেশ করা বা ভেসে নিয়ে যাওয়া মানে আপনার মাছ চাষের সকল বিনিয়োগ ভেসে নিয়ে যাওয়া। বন্যা প্রবন আমাদের দেশে আমরা তো বন্যা ঠেকাতে পারব না, কিন্তু কিছু সতর্কতা অবলম্বনের মাধ্যমে আমাদের মাছ চাষ কে বন্যার হাত থেকে বাচাতে পারব।

বন্যায় মাছ চাষের পুকুরে বা ঘেরে করনীয় কি?

বন্যায় মাছ চাষের পুকুরে বা ঘেরে দু ধরনের পরিস্থিতে হতে পারে।

আরো পড়ুন
টবে পুঁইশাক চাষ পদ্ধতি

পুঁইশাক (English name: Malabar spinach) একটি জনপ্রিয় সবুজ শাক, যা বিভিন্ন পুষ্টিগুণে সমৃদ্ধ এবং সহজে চাষযোগ্য। এটি মূলত গ্রীষ্মকালীন শাক Read more

কোয়েল পাখি (quail birds) পালন পদ্ধতি

কোয়েল পাখি পালন বর্তমানে বেশ জনপ্রিয়তা লাভ করেছে, কারণ এটি অল্প জায়গায় এবং কম খরচে করা যায়। নিচে কোয়েল পাখি Read more

  1. পুকুর দীঘি যেগুলো বন্যায় ডুবার সম্ভাবনা আছে তাদের ক্ষেত্রে করনীয়।
  2. পুকুর দীঘি যেগুলো ইতোমধ্যে বন্যার পানিতে প্লাবিত হয়েছে।
১। পুকুর দীঘি যেগুলো বন্যায় ডুবার সম্ভাবনা আছে তাদের ক্ষেত্রে করনীয়
  • সম্ভব হলে ছোট মাছ অন্য যায়গাতে স্থানাত্বর করুন
  • অপেক্ষাকৃত বড় মাছ বিক্রি করে দেয়ার ব্যবস্থা করুন
  • পুকুরের পাড়ে ইদুরের গর্ত থাকলে তা বন্ধ করে দিন
  • পাড় ভাঙ্গা থাকলে মেরামত করে দিন
  • একটু উচু করে নেট দিয়ে ঘিরে দিন
Flooded Pond awareness
২। পুকুর দীঘি যেগুলো ইতোমধ্যে বন্যার পানিতে প্লাবিত হয়েছে
  • ডাল পালা দিয়ে কাঠা দিন । পুকুরে ঝোপ তৈরি করে দিন
  • মাছ আকৃষ্ট হয় এমন খাবার প্রতিদিন দুই তিন বার পুকুরে দিন
  • দুই কাঠা বা ঝোপের মাঝে অক্সিজেন বৃদ্ধিকরন উপকরন প্রয়োগের মাধ্যমে সমৃদ্ধ বাফার জোন তৈরি করুন
  • বন্যার পানি নেমে যাওয়ার আগের দিন খাবার প্রয়োগ করুন। পানি নেমে যাওয়ার সাথে সাথে নেট / জাল দিয়ে ঘিরে দিন
  • পানি নেমে গেলে ২৫০-৩০০ গ্রাম চুন এবং লবন প্রতি শতাংশে প্রতি সপ্তাহে প্রয়োগ করুন
  • বন্যার পানি নেমে গেলে মাছ বিক্রি করে দিন এবং নতুন মাছ পুকুরে ছাড়ুন
  • বিশেষজ্ঞের পরামর্শ নিন

উপরে বর্ণিত পরামর্শ অনুসার করলে বিনিয়োগে লোকসান তথা বন্যায় মাছ ভেসে যাওয়া অনেকাংশেই ঠেকানো সম্ভব।

0 comments on “বন্যায় মাছ চাষের পুকুরে/ঘেরে করনীয় কি?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *