Thursday, 23 January, 2025

সর্বাধিক পঠিত

গরু মোটাতাজাকরনে “ইউরিয়া মোলাসেস ষ্ট্র”


ষাঁড়-গরু-মোটাতাজাকরন

গরু মোটাতাজাকরনে “ইউরিয়া মোলাসেস ষ্ট্র”

গরুর খাবার হিসেবে “ইউরিয়া মোলাসেস ষ্ট্র” এর উপকারিতার কথা সবাই কম বেশি জানে না আবার অনেকে জানে। গরু মোটাতাজাকরনে “ইউরিয়া মোলাসেস ষ্ট্র” এর একটি আদর্শ ভুমিকা রয়েছে।আমাদের দেশে গরুর খাদ্য হিসেবে শুকনো খড় ব্যাপকভাবে ব্যবহার করা হয় ,বিশেষভাবে শুস্ক মৌসুমে। কিন্তু এতে প্রয়োজনীয় আমিষ,শর্করা এবং খনিজের অভাব থাকে। ফলে শুধু শুকনো খড় খাওয়ালে গবাদিপশুর ওজন কমে যায় ।

আমিষের উৎস হিসেবে কৃষকের হাতের কাছেই আছে ইউরিয়া , আর শর্করা ও খনিজের উৎস হিসাবে আছে মোলাসেস বা চিটাগুড়। ইউরিয়া  মোলাসেস ষ্ট্র (U.M.S) করে খাওয়ালে গরুর ওজন ও উৎপাদন বৃদ্ধি পায়। এটি গরুর রুচি বাড়ায় আর সহজলভ্য ও লাভজনক ।

আরো পড়ুন
কোয়েল পাখি (quail birds) পালন পদ্ধতি

কোয়েল পাখি পালন বর্তমানে বেশ জনপ্রিয়তা লাভ করেছে, কারণ এটি অল্প জায়গায় এবং কম খরচে করা যায়। নিচে কোয়েল পাখি Read more

কিভাবে বাসায় বাজরিগার (Budgerigar Bird) পাখির যত্ন নিবেন?

বাজরিগার পাখি পালন করার জন্য সঠিক পরিচর্যা, সুষম খাবার, ও একটি উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা গুরুত্বপূর্ণ। বাজরিগার পাখি বাসায় পালন Read more

গবেষণায় দেখা গেছে #এক টাকার_U.M.S_খাওয়ালে 5/7 টাকার মাংস বৃদ্ধি পায়।

গরু মোটা তাজাকরনে ইউরিয়া  মোলাসেস ষ্ট্র (U.M.S) এর প্রয়োজনীয়তা:

আমাদের দেশে প্রাণী খাদ্যে আমিষের পরিমাণ খুব কম।কিন্তু দ্রুত মোটাতাজাকরনে আমিষের ভূমিকা ব্যাপক। শুধু খড়ে সামান্য পরিমাণ আমিষ আছে। তবে ইউরিয়া রাসায়নিক সার হলেও এতে ক্রুজ আমিষ আছে 245% । খড়ের সাথে ইউরিয়া মেশালে খাবারে আমিষের পরিমাণ বেড়ে যায় । প্রক্রিয়াজাত U.M.S গরুর শরীর বৃদ্ধির করে, দ্রুত মাংস বাড়ায়।

ইউরিয়া  মোলাসেস ষ্ট্র (U.M.S) তৈরির প্রয়োজনীয় উপকরণ :

6 ফুট× 12 ফুট এর #পলিথিন   #খড়
#বালতি                                   #ইউরিয়া
#নিক্তি বা দাড়িপাল্লা                #চিটাগুড়/মোলাসেস
#কাস্তে                                     #পানি ।

উন্নত গাভী পালন নিয়ে আমাদের লেখাটি পড়তে পারেন।উন্নত জাতের গাভীর খামার ব্যবস্থাপনা গাভী পালন

ইউরিয়া  মোলাসেস ষ্ট্র (U.M.S) তৈরির প্রস্তুত প্রণালী:

১। উপকরণ গুলো সঠিকভাবে পরিমাপ করে নিতে হবে-

 100 ভাগ U.M.S বানাতে 82% খড়, 15% মোলাসেস ও 3% ইউরিয়া নিতে হবে। সহজে বোঝার জন্য উদাহরণ দেই- 10 kg খড় নিলে তাতে 5 লিটার পানি, 2.5kg মোলাসেস, 300 গ্রাম ইউরিয়া লাগবে

২। বালতিতে পরিমাণ মতো বিশুদ্ধ পানিতে মোলাসেস ও ইউরিয়া  মিশিয়ে নিতে হবে।

৩। শুকনো খড়গুলো সমানভাবে পলিথিনে বা পাকা মেঝেতে বিছিয়ে নিতে হবে। এরপর ইউরিয়া মোলাসেস মিশ্রণটি খড়ের উপর ছিটিয়ে দিতে হবে এবং সাথে সাথে খড়গুলো উল্টে পাল্টে দিতে হবে। এতে করে খড় মিশ্রণটি সহজে শুঁষে নিতে পারে।

এভাবেই সহজে তৈরি হয়ে যাবে U.M.S। তবে মনে রাখতে হবে উপকরণগুলোর পরিমাণ যেন ঠিক থাকে।

মোটা তাজা ষাঁড়
মোটা তাজা ষাঁড়

ইউরিয়া  মোলাসেস ষ্ট্র (U.M.S) এর ব্যবহার বিধি:

১। U.M.S তৈরির পর পর ই গরুকে খাওয়ানো যাবে

২।  2/3 দিনের জন্য একেবারে বানিয়ে রাখলে অবশ্যই পলিথিন দিয়ে ঢেকে রাখতে হবে।

ইউরিয়া  মোলাসেস ষ্ট্র খাবারের পরিমাপ:

গরুকে তার ইচ্ছেমতো খেতে দেওয়া যাবে। তবে প্রথমদিকে অল্প অল্প করে দিয়ে অভ্যাস করে নিতে হবে। ইউরিয়ার পরিমাণ যেন বেশি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। কারণ ইউরিয়া বেশি হলে বিষক্রিয়া ঘটতে পারে।

ইউরিয়া  মোলাসেস ষ্ট্র এর উপকারিতা:

ইউরিয়া মোলাসেস স্ট্র বাছুর, বাড়ন্ত গরু, দুগ্ধবতী বা গর্ভবতী গরু ও মহিষকেও অনায়াসে খাওয়ানো যায়। অন্য কোনো খাবার খুব একটা না দিলেও গরুর উৎপাদন ও ওজন বাড়তে থাকে। শুকনো খড়ের পরিবর্তে U.M.S খাওয়ালে গাভী প্রতি দানাদার খাবারের পরিমাণ 1.5Kg কমিয়ে ও দুধের উত্পাদন প্রায় 1 লিটার বাড়ানো যায়।

প্রাণীকে যেসব অবস্থায় U.M.S খাওয়ানো যাবেনা :

১। ছয় মাসের কম বয়সী বাবুলকে

২। অসুস্থ গবাদিপ্রাণীকে

৩। সালফার জাতীয় ওষুধ খাওয়ানো পরবর্তী 15-20 দিন।

৪। গর্ভবতী গরুর গর্ভকালীন অবস্থার শেষ দিকে

৫। U.M.S খেতে অসুবিধা বা এলার্জি দেখা দিলে।

ইউরিয়া  মোলাসেস ষ্ট্র (U.M.S) এর তৈরিতে খরচ:

খড়ের দাম বাদ দিয়ে ইউরিয়া,  মোলাসেস ও শ্রমিক খরচ বাবদ কেজি প্রতি U.M.S খরচ 0.65- 0.75 টাকা । খড়ের সাথে 1 টাকার মোলাসেস খাইয়ে 5 টাকা মুল্যের গরুর মাংস উৎপাদন সম্ভব।

সতর্কতা :

১।  ইউরিয়া,  চিটাগুড় (মোলাসেস), খড় ও পানির অনুপাত ঠিক রাখতে হবে। ইউরিয়া বেশি হলে বিষক্রিয়া হতে পারে।

২।  U.M.S খাওয়ার পর পরই পানি খেতে দেওয়া অনুচিত ।

অনুচ্ছেদটি লেখেছেনঃ

আব্দুর রাজ্জাক রাজু এবং সাদিকা তামান্না

শেষবর্ষ, ডিভিএম, হাবিপ্রবি

0 comments on “গরু মোটাতাজাকরনে “ইউরিয়া মোলাসেস ষ্ট্র”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *