Saturday, 02 August, 2025

শ্রীমঙ্গলে ৬ শতাধিক লেবু গাছ কাটলো দুর্বৃত্তরা


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দেলোয়ার হোসেন নামের এক ব্যক্তির বাগানের ৬ শতাধিক লেবু গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা।

গত ১৭ জুন রাতে ফলন্ত এসব লেবু ও নাগা মরিচের গাছ কেটে ফেলায় বাগান মালিক প্রায় ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতির মুখে পড়েছেন।

শনিবার (২৬ জুন) সরেজমিনে দেখা যায়, ভারত সীমান্তঘেষা সবুজে ঘেরা বাগানের বিস্তৃর্ণ এলাকাজুড়ে কেটে ফেলা শত শত লেবু গাছ পড়ে আছে। দৃর্বৃত্তরা বাগানের লেবু গাছ কেটেই খান্ত হয়নি। লেবু গাছের ছায়ায় রোপন করা নাগা মরিচের গাছও উপড়ে ফেলেছে।

আরো পড়ুন
২৫ টি বিপজ্জনক বালাইনাশকে হুমকির মুখে জনস্বাস্থ্যঃবাকৃবি

মানুষের মৌলিক চাহিদা খাদ্যের উৎপাদনই এখন মারাত্মক ঝুঁকিতে। অধিক ফলনের আশায় কৃষিতে হাইব্রিড ও উচ্চফলনশীল জাতের ফসলের ব্যবহার বৃদ্ধির সাথে Read more

বীজ উদ্ভাবনের মাধ্যমে কৃষি উন্নয়নে এসিআই-এর অগ্রণী ভূমিকাঃ ড. এফ এইচ আনসারী

বাংলাদেশের কৃষি খাতে গত তিন দশকে অসাধারণ অগ্রগতি সাধিত হয়েছে। এই অগ্রগতির সাক্ষী হিসেবে আমি এই খাতের একজন কর্মী হিসেবে Read more

জানা গেছে, উপজেলার রাজঘাট ইউনিয়নের হরিণছড়া এলাকার মানকিছড়া ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় ৬ বছর আগে ৩৬ একর জায়গা লিজ নিয়ে এই লেবু বাগান করেন স্থানীয় কৃষক দেলোয়ার হোসেন। লেবু চারার পাশাপাশি বাগানে নাগা মরিচ ও কলা গাছ লাগান তিনি।

বাগান মালিক দেলোয়ার হোসেন বলেন, ৬ বছর ধরে এই বাগান পরিচর্যা করে গাছগুলো করেছি। বাগান পরিচর্যায় ভূমি উন্নয়ন, চারা কেনা, শ্রমিক খরচ ও লিজ মানিসহ সবমিলে প্রায় ২০ লাখ টাকা বিনিয়োগ হয়েছে এখানে। চারাগুরোতে ফুল ও ফল আসতে শুরু করেছে।

গত বছর অল্প কিছু ফল পাওয়া গেলেও এবার ফল বিক্রি করে ভালো লাভের আশায় দিন গুনছিলাম। ঠিক এসময় কে বা কারা ফলন্ত লেবু ও নাগা মরিচের গাছ কেটে ফেলেছে। সব হারিয়ে পথে বসার উপক্রম দেলোয়ার হোসেন বিচার চেয়ে এখন মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন।

তিনি বলেন, তার বাগানের আশে পাশে আরও ৪টি বাগান রয়েছে। তার বাগানটি মধ্যেখানে। ১৭ জুন বিকাল ৪টায় শ্রমিকদের কাজ শেষে বাগান থেকে চলে আসি। পরদিন ১৮ জুন সকালে গিয়ে বাগানে গিয়ে এ অবস্থা দেখতে পাই। কে বা কারা বাগানের গাছ কেটেছে তা তিনি জানেন না বলে জানান।

তিনি জানান, লেবু পরিবহন নিয়ে বেশ কিছুদিন ধরে স্থানীয় এক প্রভাবশালীর সঙ্গে তার বিরোধ চলে আসছিল। তবে কারা এই তার লেবু চারা কেটেছে তা নিশ্চিত করে বলতে পারেনি তিনি।

শ্রীমঙ্গল থানার ওসি (অপারেশন) নয়ন কারকুন বলেন, এনিয়ে কেউ অভিযোগ করেননি। অভিযোগ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

0 comments on “শ্রীমঙ্গলে ৬ শতাধিক লেবু গাছ কাটলো দুর্বৃত্তরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ