ক্ষুদ্র কৃষকের জীবনমান উন্নয়নে পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়ায় কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ ও বিপণন ইউনিটে এগ্রো-প্রসেসিং যন্ত্র ব্যবহার ও মেরামত বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে।
সোমবার (২১ জুন) সকাল ৯ টায় চার দিনব্যাপী (২১-২৪ জুন) ‘Training on Operation and Maintenance of Equipments’ শীর্ষক ওই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।
সার্ক ডেভেলপমেন্ট ফান্ডের অর্থায়নে ‘ক্ষুদ্র পরিসরে কৃষিপণ্য ব্যবসা ও ভ্যালু চেইন উন্নয়নের মাধ্যমে সার্ক অঞ্চলের ক্ষুদ্র কৃষকের জীবনমান উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় প্রশিক্ষণে বগুড়া উপ-প্রকল্প এলাকার ২৫ জন কৃষক অংশগ্রহণ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়া’র পরিচালক (প্রশিক্ষণ) ইঞ্জিনিয়ার মো. ফেরদৌস হোসেন খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন একাডেমী’র পরিচালক (প্রশাসন) মো. আব্দুস সামাদ (উপ-সচিব)। এছাড়াও একাডেমীর সহকারী প্রকৌশলী, আবুল কাশেম ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, ইঞ্জিনিয়ার মনিরুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রকল্পটি বাংলাদেশসহ সার্ক ভূক্ত ৫ টি দেশে এক যোগে বাস্তবায়িত হচ্ছে।