মাছ বিষয়ক একটি লেখায় দেখলাম হররা টানতে বলা হয়েছে । হররা কি এবং কিভাবে হররা ব্যবহার করে জানতে চাই ।
হররা কি? হররা মানে কোলাহল বা আন্দোলিত করা। মাছ চাষে পানিতে গ্যাসের সৃষ্টি হলে পানি আন্দোলিত করে গ্যাস বের করে দেয়া কে হররা বলে। বাঁশ দিয়ে, দড়িতে ইট বেধে পুকুরের তলদেশে কোলাহল সৃষ্টি করে ক্ষতিকর গ্যাস বের করে অক্সিজেন পানিতে মেশানোই হররা টানার উদ্দেশ্য।
হররা কিভাবে ব্যবহার করে? রোদ্দ উজ্জল দিনে হররা টানা ভাল। বাঁশের আগাতে খুটির মত তৈরি করে পুকুরের নিচের মাটি ও কাদা নাড়াচাড়ার মাধ্যমে ক্ষতিকর গ্যাস দূরীভূত করা হয়। পানিতে সাতার কাটার মাধ্যমে ও হররা টানার কাজ করা যায় তবে কাদা বা মাটিতে লুকিয়ে থাকা গ্যাস দূরীভূত হয় না।