Friday, 03 January, 2025

সর্বাধিক পঠিত

ছাগল কে কুকুর কামড়ালে করণীয়

চাষির প্রশ্নCategory: গবাদি পশু ও পাখি পালনছাগল কে কুকুর কামড়ালে করণীয়
সিদ্দিক আলী asked 10 months ago

ছাগল কাওকে কামড়ালে তার কি জলাতঙ্ক হতে পারে। ছাগল কে কুকুর কামড়ালে করণীয় কি ?

1 Answers
এগ্রোবিডি২৪ Staff answered 10 months ago

ছাগলেকে কুকুর কামড়ালে করনীয় কি ?

সব কুকুর কামড়ালেই কিন্ত জলাতংক হয় না। যদি জলাতংক জীবানু বহন কারি কুকুর কামড়ায় সেই ক্ষেত্রে জলাতংক হতে পারে।

সন্দেহভাজন প্রাণী কামড়ানো বা আঁচড়ানোর সাথে সাথে ক্ষতস্থানটি ১০-২০ মিনিট ধরে ক্ষার জাতীয় সাবান বা কাপড় কাচার সাবান ও প্রবহমান পানি দিয়ে ধুয়ে ফেলার পর পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণ দিয়ে ভালো করে পরিষ্কার করতে হবে। এরপর ক্লোরহেক্সিডিন বা পোভিডোন আয়োডিন দিয়ে ক্ষতস্থানটিকে ভালো করে ওয়াশ করতে হবে।

এরপর দ্রুত পশু চিকিৎসক এর সাথে পরামর্শ করে চিকিৎসা দিতে হবে।

জনপ্রিয় লেখা