Friday, 05 December, 2025

মুগডালে লোকসান কাটিয়ে ওঠার আশা


চলতি মৌসুমে অনাবৃষ্টির কারণে মুগডালের ভালো ফলন হয়নি। তবে বাজারে দাম ভালো লোকসান কাটিয়ে ওঠার আশা বরগুনার আমতলী উপজেলার চাষিদের।

জানা গেছে, এ বছর উপজেলায় মুগডাল চাষ হয়েছে ১০ হাজার ২৫০ হেক্টর জমিতে। কৃষকেরা অনাবৃষ্টির কারণে ফলন ভালো না হওয়ায় লোকসানের আশঙ্কায় ছিলেন। তবে বাজারে ডালের দাম ভালো থাকলে লাভ করা সম্ভব বলে একাধিক কৃষক আশাবাদী।

সরেজমিনে দেখা গেছে, কৃষকেরা মুগডাল ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন। চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে কৃষকরা ক্ষেত থেকে ডাল তোলার কাজ শুরু করেছেন।

আরো পড়ুন
অ্যান্টিবায়োটিকের অপব্যবহার রোধে ‘জিরো টলারেন্স’ নিশ্চিত করতে হবে: উপদেষ্টা ফরিদা আখতার
অ্যান্টিবায়োটিকের অপব্যবহার রোধে ‘জিরো টলারেন্স’ নিশ্চিত করতে হবে

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, অ্যান্টিবায়োটিকের অপব্যবহার ও অপ্রয়োজনীয় ব্যবহার নিয়ন্ত্রণে ‘জিরো টলারেন্স’ নীতি নিশ্চিত করতে সকলকে একসাথে Read more

কৃষি অ্যাগ্রো অ্যাওয়ার্ড: স্ট্যান্ডার্ড চার্টার্ড ও চ্যানেল আইয়ের যৌথ উদ্যোগে ১১ জনকে সম্মাননা!
কৃষি অ্যাগ্রো অ্যাওয়ার্ড: স্ট্যান্ডার্ড চার্টার্ড ও চ্যানেল আইয়ের যৌথ উদ্যোগে ১১ জনকে সম্মাননা!

কৃষিতে বিশেষ অবদানের জন্য আটজন ব্যক্তি ও তিনটি প্রতিষ্ঠানকে সম্মাননা দিয়েছে বহুজাতিক স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক (এসসিবি) এবং চ্যানেল আই। সারাদেশে Read more

বুধবার (২৮ এপ্রিল) আমতলীর সাপ্তাহিক হাট ও বৃহস্পতিবার (২৯ এপ্রিল) গাজীপুর হাট-বাজারসহ উপজেলার বেশ কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, বর্তমানে বাজারে ৪০ কেজি চিকন মুগডাল ৩২’শ ও মোটা মুগডাল ২২’শ টাকায় বিক্রি হচ্ছে। স্থানীয় ও দূর-দূরান্ত থেকে পাইকার ও মহাজনরা প্রতিটি হাট-বাজারে এসে কৃষকের উৎপাদিত এসব ডাল কিনে নিয়ে যাচ্ছেন।

উপজেলার চাওড়া চন্দ্রা গ্রামের কৃষক শানু মিয়া ও উত্তর গাজীপুর গ্রামের ডালচাষি মনির মুছুল্লী বলেন, এ বছর অনাবৃষ্টিতে মুগডালের ফলন ভালো না হলেও বাজারে দাম ভালো থাকায় কৃষকদের লোকসান গুনতে হবে না।

আমতলী পৌর শহরের ডাল ব্যবসায়ী (মহাজন) সৈয়দ হোসেন রত্তন ও জাকির হোসেন বলেন, চলতি বছরের শুরুতে বাজারে মুগডালের দাম বেশি থাকায় কৃষকরা ভালোই লাভবান হচ্ছেন।

উপজেলা কৃষি অফিসার সি এম রেজাউল করিম বলেন, এ বছর অনাবৃষ্টিতে মুগডালের ফলন অনেক খারাপ। কিন্তু বাজারে দাম ভালো থাকায় কৃষকদের লোকসান গুনতে হবে না।

0 comments on “মুগডালে লোকসান কাটিয়ে ওঠার আশা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ