নিষেধাজ্ঞা না মেনে সমুদ্র থেকে মাছ ধরার অপরাধে কক্সবাজার জেলার মহেশখালীতে বিভিন্ন প্রজাতির মোট ৪৫ কেজি ছোট মাছ জব্দ করেছে নৌ-পুলিশ ও মৎস্য অফিস।
রবিবার (১৩ জুন) উপজেলার মাতারবাড়ি থেকে ওই মাছ জব্দ করা হয়। পরে জব্দকৃত মাছ রাজঘাট এতিমখানায় এতিমখানায় দেয়া হয়েছে।
জানা গেছে, মাতারবাড়ি নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ প্রধান এসআই কাউছার হমিদ ও উপজেলা মৎস্য অফিসের প্রতিনিধি জাহাঙ্গীর আলমের নেতৃত্বে এ মাছ জব্দ করা হয়।