Friday, 09 May, 2025

সর্বাধিক পঠিত

টঙ্গীবাড়ীতে ১৩০ মণ জাটকা জব্দ, আটক ২


মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ীতে ১৩০ মণ জাটকা, একটি ট্রাক ও সিএনজি জব্দ করেছে মুক্তারপুর নৌ পুলিশ। এসময় দু’জনকে আটক করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন- লৌহজংয়ের ট্রাকচালক শাহিন শিকদার ও সদরের সিএনজিচালক মিরাজ হোসেন।

শনিবার (২৭ মার্চ) ভোর সাড়ে ৫টায় বেতকা চৌরাস্তায় ও মুক্তারপুর সেতুর টোলপ্লাজায় অভিযান চালিয়ে এসব জাটকা জব্দ করে মুক্তারপুর নৌ পুলিশ।

আরো পড়ুন
মৎস্য খামার ব্যবস্থাপনায় আসছে ‘স্মার্ট নিয়ন্ত্রণ ব্যবস্থা’ (IOT) , মোবাইল অ্যাপে হবে খামার মনিটরিং

বাংলাদেশে মাছ চাষ ব্যবস্থাপনায় প্রযুক্তির নতুন দিগন্ত উন্মোচিত হতে যাচ্ছে। খুব শিগগিরই মোবাইল অ্যাপসের মাধ্যমে দূরবর্তী মৎস্য খামার নিয়ন্ত্রণের সুযোগ Read more

দেশজুড়ে শুরু হলো মাসব্যাপী ভ্রাম্যমাণ মাটি পরীক্ষা কার্যক্রম

বাংলাদেশের ৬৪ জেলায় শুরু হয়েছে মাসব্যাপী ভ্রাম্যমাণ মাটি পরীক্ষা কার্যক্রম, যা চলবে আগামী ৫ জুন ২০২৫ পর্যন্ত। কৃষকের হাতে পৌঁছে Read more

মুক্তারপুর নৌ পুলিশ স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন খান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে বেতকা চৌরাস্তা এলাকা থেকে ঢাকাগামী একটি ট্রাক ও মুক্তারপুর সেতুর টোলপ্লাজায় একটি সিএনজিতে অভিযান চালানো হয়। এ দুই অভিযানে ১৩০ মণ জাটকা জব্দ করা হয়। এসময় নিষিদ্ধ জাটকা পরিবহনের দায়ে গাড়ির চালকদের আটক করা হয়।’

তিনি আরও জানান, ‘আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। এছাড়া জব্দকৃত জাটকাগুলো জেলা মৎস্য কর্মকর্তাদের উপস্থিতিতে বিভিন্ন মাদরাসা, এতিমখানা ও দুঃস্থদের মধ্যে বিতরণ করার প্রস্তুতি চলছে।’

0 comments on “টঙ্গীবাড়ীতে ১৩০ মণ জাটকা জব্দ, আটক ২

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ