মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ীতে ১৩০ মণ জাটকা, একটি ট্রাক ও সিএনজি জব্দ করেছে মুক্তারপুর নৌ পুলিশ। এসময় দু’জনকে আটক করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন- লৌহজংয়ের ট্রাকচালক শাহিন শিকদার ও সদরের সিএনজিচালক মিরাজ হোসেন।
শনিবার (২৭ মার্চ) ভোর সাড়ে ৫টায় বেতকা চৌরাস্তায় ও মুক্তারপুর সেতুর টোলপ্লাজায় অভিযান চালিয়ে এসব জাটকা জব্দ করে মুক্তারপুর নৌ পুলিশ।
মুক্তারপুর নৌ পুলিশ স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন খান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে বেতকা চৌরাস্তা এলাকা থেকে ঢাকাগামী একটি ট্রাক ও মুক্তারপুর সেতুর টোলপ্লাজায় একটি সিএনজিতে অভিযান চালানো হয়। এ দুই অভিযানে ১৩০ মণ জাটকা জব্দ করা হয়। এসময় নিষিদ্ধ জাটকা পরিবহনের দায়ে গাড়ির চালকদের আটক করা হয়।’
তিনি আরও জানান, ‘আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। এছাড়া জব্দকৃত জাটকাগুলো জেলা মৎস্য কর্মকর্তাদের উপস্থিতিতে বিভিন্ন মাদরাসা, এতিমখানা ও দুঃস্থদের মধ্যে বিতরণ করার প্রস্তুতি চলছে।’