Wednesday, 24 December, 2025

ক্ষুরা রোগ প্রতিরোধ ও প্রতিকারে ওয়েবিনার বুধবার


বাংলাদেশ ভেটেরিনারি কন্সালটেন্ট কমিউনিটির (বিভিসিসি) আয়োজনে ‘ডেইরি শিল্পের নীরব ঘাতকঃ ক্ষুরা রোগ প্রতিরোধ ও প্রতিকার’ শীর্ষক একটি ওয়েবিনারের আয়োজন করা হয়েছে।

বুধবার (২৪ মার্চ) রাত সাড়ে ৮ টায় বিভিসিসির ফেসবুক পেজে অনুষ্ঠানটি সরাসরি প্রচারিত হবে।

পেজ লিংক- https://www.facebook.com/bvcc.com.bd/

আরো পড়ুন
শীতে গবাদিপশুর যত্ন এবং চাষির করনীয়
শীতে গবাদিপশুর যত্ন এবং চাষির করনীয়

বাংলাদেশের কৃষিপ্রধান অর্থনীতিতে গবাদিপশু (গরু বা ছাগল) একটি অমূল্য সম্পদ। তবে শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে মানুষ যেমন স্বাস্থ্যঝুঁকিতে পড়ে, Read more

ক্ষুরা রোগ নিয়ন্ত্রণে করণীয়: খামারি ও কৃষকের জন্য জরুরি নির্দেশিকা

ক্ষুরা রোগ বা ফুট অ্যান্ড মাউথ ডিজিজ (FMD) একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ, যা গরু, মহিষ, ছাগল, ভেড়া ও শুকরের Read more

ARRIAH FMD Vaccine এর সৌজন্যে আয়োজিত ওয়েবিনারে এক্সপার্ট প্যানেলে উপস্থিত থাকবেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক (অবঃ) ডাঃ মোঃ আইনুল হক, বাংলাদেশ ভেটেরিনারি এসোসিয়েশনের প্রেসিডেন্ট ও জাতীয় চিড়িয়াখানার সাবেক কিউরেটর এবং ডিএলএসের গবেষনা ও মূল্যায়ন পরিচালক (অবঃ) ডাঃ এস এম নজরুল ইসলাম, ওয়ান ফার্মার কন্সালটেন্ট ডাঃ মাহবুব আলম ফারুক, পিপিআর নির্মূল ও এফএমডি নিয়ন্ত্রণ প্রকল্প পরিচালক ডাঃ মুহাম্মদ ফজলে রাব্বি মন্ডল, ডিএলএস কিউসি ল্যাবের সিনিয়র সায়েন্টিফিক অফিসার ডাঃ মোঃ আল আমিন, ওয়ান ফার্মা লিমিটেডের হেড অফ অপারেশন ডাঃ শাহ মোমেন সিদ্দিকী সবুজ।

ওয়েবিনারে উপস্থাপনা করবেন বিএলআরআইয়ের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ডাঃ শেখ মাসুদুর রহমান।

ওয়েবিনারে সায়েন্টিফিক পার্টনার ও টাইটেল স্পন্সর করছে ওয়ান ফার্মা লিমিটেড। এছাড়া ট্যাকনিক্যাল পার্টনার হিসেবে AgroVet Bio Solution ও মিডিয়া পার্টনার হিসেবে থাকছে কৃষিভিত্তিক অনলাইন পোর্টাল Agribarta.com।

0 comments on “ক্ষুরা রোগ প্রতিরোধ ও প্রতিকারে ওয়েবিনার বুধবার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ