রৌমারীতে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ইদ সামগ্রী বিতরণ করেছে দেশের বিভিন্ন কৃষি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন ‘এগ্রিকালচারাল স্টুডেন্টস এসোসিয়েশন অব রৌমারী’।
সোমবার (১০ মে) রৌমারীর বিভিন্ন এলাকায় ৮০ টি পরিবারের মধ্যে ওই ইদ সামগ্রী বিতরণ করে সংগঠনটির সদস্যরা।
এদিকে করোনা দুঃসময়ে ঈদের আগে সেমাই, চিনি, দুধ, সাবান, তেল, সবজি বীজ উপহার পেয়ে খুশি রৌমারীর দুস্থ ও অসহায় মানুষেরা।
‘এগ্রিকালচারাল স্টুডেন্টস এসোসিয়েশন অব রৌমারী’ এর সভাপতি মো. মেহেদি হাসান জাকির বলেন, রৌমারীর দুস্থ ও কর্মহীন মানুষের সাথে ইদের আনন্দ ভাগাভাগি করতে আমরা এ উদ্যোগ নিয়েছি।
তিনি আরও বলেন, আমাদের সংগঠনের সিনিয়র চাকুরীজীবী বড় ভাইবোন এবং চলমান শিক্ষার্থীরা এই কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করেছেন। আমরা রৌমারীর বিভিন্ন এলাকার ৮০ টি পরিবারে ইদ সামগ্রী বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছি।