দিনাজপুরের হিলিতে মাত্র একদিনের ব্যবধানে দেশিয় কাঁচা মরিচের দাম কমেছে কেজিতে ৬০ থেকে ৮০ টাকা করে। একদিন পূর্বে প্রতি কেজি কাঁচামরিচ ১৬০ থেকে ১৮০ টাকা কেজি দরে বিক্রি হলেও বর্তমানে তা কমে ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বেশ কিছুদিন ধরে ঝাঁজ ছড়ানোর পর ও দামের নানা রেকর্ড গড়ার পর অবশেষে কমতে শুরু করেছে কাঁচামরিচের দাম।
বাজারে নিত্যপ্রয়োজনীয় অনেক পণ্যের সঙ্গে কাঁচামরিচের দাম বেড়ে খানিকটা ঊর্ধ্বমুখি হতে থাকে। দাম বাড়তে বাড়তে দেশের কোথাও কোথাও ১ হাজার টাকা পর্যন্ত উঠে যায় এক কেজি কাঁচামরিচের দাম। তবে হিলিতে অবশ্য প্রতি কেজি ৫শ টাকায় উঠে গিয়েছিল।
হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, আমদানির অনুমতি পাওয়ার পর দীর্ঘ ১০ মাস বন্ধের পর গত ২৬ শে জুন থেকে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু হয়। এর পর থেকেই বন্দর দিয়ে কাঁচা মরিচ আমদানি অব্যাহত ছিল।তবে বন্দর দিয়ে সর্বশেষ গত ১৮ জুলাই ১টি ট্রাকে ৩হাজার ৭৫০ কেজি কাঁচা মরিচ আমদানি হয়েছে। এরপর থেকে বন্দর দিয়ে কাঁচা মরিচ আমদানি বন্ধ রয়েছে।
প্রসঙ্গত, দেশে কাঁচা মরিচের বাজার অস্থিতিশীল হয়ে উঠলে গত ২৫শে জুন কাঁচামরিচ আমদানির অনুমতি দেয় সরকার।