Friday, 24 January, 2025

সর্বাধিক পঠিত

সুনামগঞ্জে ‘পাতামোড়ানো’ পোকার আক্রমণ, হতাশ কৃষক


সুনামগঞ্জে ‘পাতামোড়ানো’ পোকার আক্রমণ শুরু হয়েছে। জেলার দোয়ারা বাজার উপজেলায় ধান গাছে দেখা যাচ্ছে এই আক্রমন। এতে এলাকার কৃষক ধানের ফলন নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন। সুনামগঞ্জ জেলার সদর ও দোয়ারা উপজেলায় ধান গাছে ‘পাতামোড়ানো’ পোকা আক্রমণ শুরু করেছে। সুনামগঞ্জে ‘পাতামোড়ানো’ পোকার আক্রমণ এর ফলে কৃষকরা চরম দুশ্চিন্তায় পড়েছেন ।

সদর উপজেলার সুরমা ও জাহাঙ্গীরনগর ইউনিয়নের বিভিন্ন স্থানে এর আক্রমন দেখা গেছে।

অন্যদিকে দোয়ারা উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের বিভিন্ন স্থানের জমিতে ব্যাপক হারে এই পোকার আক্রমণ  শুরু হয়েছে। এমনকি ওষুধেও কাজ হচ্ছে না।

আরো পড়ুন
টবে পুঁইশাক চাষ পদ্ধতি

পুঁইশাক (English name: Malabar spinach) একটি জনপ্রিয় সবুজ শাক, যা বিভিন্ন পুষ্টিগুণে সমৃদ্ধ এবং সহজে চাষযোগ্য। এটি মূলত গ্রীষ্মকালীন শাক Read more

কোয়েল পাখি (quail birds) পালন পদ্ধতি

কোয়েল পাখি পালন বর্তমানে বেশ জনপ্রিয়তা লাভ করেছে, কারণ এটি অল্প জায়গায় এবং কম খরচে করা যায়। নিচে কোয়েল পাখি Read more

এতে দুশ্চিন্তায় মাথায় হাত কৃষকের।

দোয়ারা বাজার উপজেলার কাটাখালী, আজমপুর, ইদনপুর, জালালপুর, নোয়াগাঁও, চন্ডিপুর, পান্ডারগাঁও এলাকার আমন জমিতে এই পোকার আক্রমণ হয়েছে।

সদর উপজেলার ঢালাগাঁও, কৃষ্ণনগর, নলুয়া, বেরীগাঁও, কোনাগাঁও, বানীপুর, রাজানগর, আমপারা, সৈয়দপুর, বালাকান্দা, মঙ্গলকাটা, ঢালারপাড় প্রভৃতি অঞ্চলে পোকার আক্রমণ হয়েছে।

সদর উপজেলার সুরমা ইউনিয়নের কৃষক জানান, টানা খরতাপ, অনাবৃষ্টি ইত্যাদি কারণে পোকার আক্রমণ মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে।

পাতামোড়ানো রোগে ঝড়ে পড়ে পাতা

ধান গাছের পাতা প্রথমে সাদা আকৃতির ছাপ পড়ে।

পরবর্তীতে পাতা ধীরে ধীরে লালচে হয়ে পড়ে।

পোকা কেটে দেবার কারণে ডিগা ঝরে পড়ে।

ধানের ফলন নিয়ে খুব দুশ্চিন্তায় আছেন বলেই জানান।

একই এলাকার আরেক কৃষক জানান, বাজারে ৩৩০ টাকা দরে বলিউম ফ্লেকসি নামক পোকা নাশক ওষুধ পাওয়া যেতো।

ওষুধ ব্যবহার করলে কাজও হলেও এই নামের নকল ওষুধ বাজারে বেরিয়েছে।

কমদামী এই ওষুধ ব্যবহারে কোনো লাভ হয় না।

দোয়ারা উপজেলার নোয়াগাঁও গ্রামের কৃষক জানান, পোকায় আমন ধানে আক্রমণ করেছে। জমি রক্ষা করতে না পারায় তারা (কৃষকেরা) এখন হতাশ হয়ে পড়েছি।

সুনামগঞ্জ সদর উপজেলা কৃষি অফিসার সালাহ উদ্দিন টিপু।

তিনি বলেন, আমন জমিতে বৃষ্টির অভাবে পোকায় ধরেছে।

পোকার আক্রমণ থেকে জমি বাঁচানোর জন্য নিয়মিত কৃষকদের পরামর্শ দিয়ে আসছেন তারা।

পোকা নাশক ‘বলিউম ফ্লেকসি’ নামক ওষুধ বাজারে রয়েছে।

তবে এই ওষুধের দাম বেশি। এটাও ঠিক যে কম দামি ওষুধে কাজ হয় না ।

‘নাইট’ ও ‘ছবি কল’ নামের দুটো ওষুধ আছে বলে জানান কৃষি কর্মকর্তা।

এসকর ওষুধের দামও কম আছে। এই ওষুধ কিছুটা হলেও কাজ করে।

‘পাতামোড়ানো’ পোকাকে ধান গাছ নিধনকারী পোকা বলা হয়।

সংশ্লিষ্টরা আশা করছেন যে দ্রুত কৃষকদের জমি ঐ পোকার আক্রমণ থেকে রক্ষা পাবে।

0 comments on “সুনামগঞ্জে ‘পাতামোড়ানো’ পোকার আক্রমণ, হতাশ কৃষক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *