শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) নতুন প্রক্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন উদ্ভিদ ও কৌলিত্বত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. হারুনুর রশিদ সুমন।
বৃহস্পতিবার (৭ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের আদেশক্রমে রেজিস্ট্রার শেখ রেজাউল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ দায়িত্ব দেয়া হয়।
এর আগের প্রক্টরের মেয়াদ শেষ হওয়ায় বিশ্ববিদ্যালয়ের কাজের স্বার্থে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত ড. হারুনুর রশিদকে প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়।
এছাড়াও পৃথক আদেশে সহকারী প্রক্টর হিসেবে দ্বায়িত্ব পেয়েছেন কৃষি রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল কাইউম, কৃষি বনায়ন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আবদুল হালিম, কৃষি অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক রাকিবুর রহমান এবং কীটত্বত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক সাবেরা ইয়াসমিন।
প্রক্টর ড. মো. হারুনুর রশিদ বলেন, ‘ক্যাম্পাসটা মাদকমুক্ত করা আমাদের ফার্স্ট প্রায়োরিটি থাকবে। যা মাননীয় প্রধানমন্ত্রীর অঙ্গীকার। এরপর ক্যাম্পাসের বস্তি উচ্ছেদ করতে কাজ করবো। পড়ালেখার সুষ্ঠু পরিবেশ ও শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা দিতে আমরা বদ্ধপরিকর।’