Saturday, 19 July, 2025

সর্বাধিক পঠিত

বাকৃবিতে স্নাতক পর্যায়ে পরীক্ষা শুরু


বাকৃবি প্রতিনিধি
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) দীর্ঘ ৯ মাস পর স্নাতক পর্যায়ে পরীক্ষা শুরু হয়েছে। বুধবার (৩০ ডিসেম্বর) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের পঞ্চম বর্ষের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

জানা যায়, পরীক্ষাকে কেন্দ্র করে শিক্ষক, শিক্ষার্থী ও পরীক্ষা সংশ্লিষ্ট সকলের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরীক্ষার কক্ষে প্রবেশের পূর্বে বাধ্যতামূলকভাবে সকলের হাত স্যানিটাইজড করা হয় এবং শারীরিক দূরত্ব মেনে পরীক্ষা গ্রহণ করা হয়। পরীক্ষা চলাকালীন সময়ে সকলের মাস্ক পরিধান করাও ছিলো বাধ্যতামূলক। এছাড়াও বিদেশী শিক্ষার্থীদের পরীক্ষা অনলাইনের মাধ্যমে নেয়া হয়। সামগ্রিক পরিবেশ নিয়ে শিক্ষক-শিক্ষার্থীরা সন্তোষ প্রকাশ করেছেন।

আরো পড়ুন
উদ্ভাবনী বিশ্ববিদ্যালয়ের র‍্যাঙ্কিংয়ে ফের শীর্ষে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি) আবারও আন্তর্জাতিক অঙ্গনে তাদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে। 'University Ranking by Innovation (URI) ২০২৫'-এর 'টেকনোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট Read more

কৃষি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা ১২ এপ্রিল

ঢাকা, ৯ এপ্রিল ২০২৪: আগামী ১২ এপ্রিল বিকেল ৩টায় কৃষি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (৮ এপ্রিল) সন্ধ্যায় অনলাইন Read more

এ বিষয়ে ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মকবুল হোসেন জানান, সুষ্ঠুভাবে পরীক্ষা আয়োজন করতে পেরে আমি খুশি। পরীক্ষা গ্রহণের ব্যাপারে অনেকদিন ধরে পঞ্চম বর্ষের শিক্ষার্থীরা আবেদন করে আসছিলো। যার পরিপ্রেক্ষিতে একাডেমিক কাউন্সিল ও ভিসি স্যারের সম্মতিক্রমে আজ পরীক্ষা শুরু হয়েছে। পরবর্তী পরীক্ষাগুলোও এরকম স্বাস্থ্যবিধি মেনেই হবে।’

পঞ্চম বর্ষের ধারাবাহিকতায় বাকী লেভেলের পরীক্ষা গ্রহণের ব্যাপারে ডিন বলেন, ‘শিক্ষার্থীদের পক্ষ থেকে আগ্রহ থাকলে এবং একাডেমিক কাউন্সিলের সম্মতি পেলে অন্যান্য লেভেলের পরীক্ষাও শুরু হবে।’

উল্লেখ্য, পঞ্চম বর্ষের লিখিত পরীক্ষা চলবে ১৪ জানুয়ারি, ২০২১ পর্যন্ত। এরপর ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

0 comments on “বাকৃবিতে স্নাতক পর্যায়ে পরীক্ষা শুরু

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ