দেশের তৃতীয় চা নিলামকেন্দ্র পঞ্চগড়ে স্থাপনের গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইতোমধ্যে সকল প্রস্তুতি প্রায় সম্পন্ন করেছে। আগামী জুন মাসে এই নিলামকেন্দ্র চালুর সম্ভাবনা রয়েছে
গতকাল শনিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে টি ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত সভায় এ কথা জানান পঞ্চগড়ের জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম।
পঞ্চগড়ে দেশের তৃতীয় চা নিলামকেন্দ্র সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে চা-শিল্প সংশ্লিষ্টদের সঙ্গে নিয়ে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন টি ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ও স্মল টি গার্ডেন ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আমিরুল হক খোকন।
জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম বলেন, ‘পঞ্চগড়সহ উত্তরাঞ্চলে উৎপাদিত চা চট্টগ্রাম ও শ্রীমঙ্গলের নিলাম বাজারে বিক্রি করতে হয়। এতে কারখানা মালিকদের পরিবহন খরচ বেড়ে যায়। এই চা নিলামকেন্দ্রের কাজ শুরু হলে বায়াররা আরও মানসম্মত চা কিনতে পারবেন। ফলে এই খাতে নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে।’
শুরুতে এই নিলাম কার্যক্রম অনলাইনে পরিচালিত হবে। সর্বোপরি এই নিলাম বাজার সমতলে উৎপাদিত চায়ের মান উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন আলোচকরা।