Saturday, 13 December, 2025

দেশের তৃতীয় চা নিলামকেন্দ্র পঞ্চগড়ে, চালু হতে পারে জুনে!


পঞ্চগড়ে তৃতীয় চা নিলাম কেন্দ্র

দেশের তৃতীয় চা নিলামকেন্দ্র পঞ্চগড়ে স্থাপনের গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইতোমধ্যে সকল প্রস্তুতি প্রায় সম্পন্ন করেছে। আগামী জুন মাসে এই নিলামকেন্দ্র চালুর সম্ভাবনা রয়েছে

গতকাল শনিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে টি ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত সভায় এ কথা জানান পঞ্চগড়ের জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম।

পঞ্চগড়ে দেশের তৃতীয় চা নিলামকেন্দ্র সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে চা-শিল্প সংশ্লিষ্টদের সঙ্গে নিয়ে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন টি ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ও স্মল টি গার্ডেন ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আমিরুল হক খোকন।

আরো পড়ুন
পাহাড়ে বারি-৪ লাউ চাষে সাফল্য: কাপ্তাইয়ের রাইখালী গবেষণা কেন্দ্রে বাম্পার ফলন
লাউ চাষের বাম্পার ফলন

দীর্ঘ প্রচেষ্টার পর অবশেষে রাঙ্গামাটির কাপ্তাই উপজেলাস্থ রাইখালী পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্র (পিএআরএস) বারি-৪ জাতের লাউ চাষে বড় ধরনের সাফল্য Read more

সামুদ্রিক মৎস্যসম্পদ রক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান: উপদেষ্টা ফরিদা আখতার
সামুদ্রিক মৎস্যসম্পদ রক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান

বাংলাদেশে সামুদ্রিক মৎস্যসম্পদ সংরক্ষণে সকল পক্ষের স্বার্থকে সমন্বিত করে কাজ করার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তিনি Read more

জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম বলেন, ‘পঞ্চগড়সহ উত্তরাঞ্চলে উৎপাদিত চা চট্টগ্রাম ও শ্রীমঙ্গলের নিলাম বাজারে বিক্রি করতে হয়। এতে কারখানা মালিকদের পরিবহন খরচ বেড়ে যায়। এই চা নিলামকেন্দ্রের কাজ শুরু হলে বায়াররা আরও মানসম্মত চা কিনতে পারবেন। ফলে এই খাতে নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে।’

শুরুতে এই নিলাম কার্যক্রম অনলাইনে পরিচালিত হবে। সর্বোপরি এই নিলাম বাজার সমতলে উৎপাদিত চায়ের মান উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন আলোচকরা।

0 comments on “দেশের তৃতীয় চা নিলামকেন্দ্র পঞ্চগড়ে, চালু হতে পারে জুনে!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ