Sunday, 12 January, 2025

সর্বাধিক পঠিত

মাদারীপুরে অবৈধভাবে সার মজুদ এ কারাদণ্ড ও জরিমানা


মাদারীপুরে অবৈধভাবে সার মজুদ এর অভিযোগ উঠেছে এক ডিলারের বিরুদ্ধে। কৃত্রিম সংকট তৈরি করার অভিযোগে ঐ ডিলারকে দেয়া হয়েছে ১৫ দিনের কারাদণ্ড। পাশাপাশি করা হয়েছে ৩০ হাজার টাকা জরিমানা। সেই ডিলারকে এই জরিমানা শাস্তি দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

গত সোমবার রাত আটটার দিকে এই অভিযান পরিচালিত হয়।

আরো পড়ুন
টবে পুঁইশাক চাষ পদ্ধতি

পুঁইশাক (English name: Malabar spinach) একটি জনপ্রিয় সবুজ শাক, যা বিভিন্ন পুষ্টিগুণে সমৃদ্ধ এবং সহজে চাষযোগ্য। এটি মূলত গ্রীষ্মকালীন শাক Read more

কোয়েল পাখি (quail birds) পালন পদ্ধতি

কোয়েল পাখি পালন বর্তমানে বেশ জনপ্রিয়তা লাভ করেছে, কারণ এটি অল্প জায়গায় এবং কম খরচে করা যায়। নিচে কোয়েল পাখি Read more

মাদারীপুর জেলার  সদর উপজেলার মোস্তফাপুর বাজারে এই অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।

পরে ভ্রাম্যমাণ আদালত এর মাধ্যমে তাকে শাস্তি প্রদান করা হয়।

জানা যায় সারের অবৈধ মজুদ এর মাধ্যমে কৃত্রিম সংকট সৃষ্টি করা সেই ডিলারের নাম মহাদেব কুন্ডু।

তিনি ঐ এলাকারই স্থানীয় বাসিন্দা বলেও জানা যায়।

দন্ডপ্রাপ্ত মহাদেব কুন্ডু বাজারের জগদীশ ট্রেডার্স এর মালিক।

পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, চলমান সময়ে সরকারি আদেশে বিভিন্ন বাজার ও ডিলারদের উপর নজর রাখছে উপজেলা প্রশাসন।

পর্যাপ্ত সার সরবরাহ থাকার পরেও কৃত্রিম সংকট তৈরি হচ্ছে দেশের বিভিন্ন জায়গায়।

সে কারণে বিভিন্ন বাজারগুলোতে প্রশাসন নজরদারি করছে।

কিছুদিন আগে কৃত্রিম সংকট সৃষ্টি হচ্ছে এমন একটি খবর পায় প্রশাসন।

সেই খবরের ভিত্তিতে গত সোমবার রাতে এ  অভিযান চালায় সদর উপজেলা প্রশাসন।

পরে মহাদেব কুণ্ডুর মালিকানাধীন তিনটি গুদাম তল্লাশি করে তারা।

সেখান থেকে উদ্ধার করা হয় ২৪০০ বস্তা বিএপি সার।

একই সাথে উদ্ধার করা হয় ২৫ বস্তা ইউরিয়া সার।

অন্য একটি গুদাম থেকে ৫০ বস্তা পটাশ সারের মজুদ পাওয়া যায়।

পরে উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত বসায়।

এ আদালত পরিচালনা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা।

বসিয়ে অভিযুক্ত পরিবেশক মহাদেব কুণ্ডুকে ১৫ দিনের কারাদণ্ড দেয়।

এবং ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. মাইনউদ্দিন।

তিনি বলেন, সার মজুদ করে কৃত্রিম সংকট তৈরি করা দণ্ডনীয় অপরাধ।

এটি সরকারি নির্দেশনা পরিপন্থি।

সার মজুদের মাধ্যমে কৃত্রিম সংকট সৃষ্টি করা ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলানো হবে বলে জানান এ কর্মকর্তা।

0 comments on “মাদারীপুরে অবৈধভাবে সার মজুদ এ কারাদণ্ড ও জরিমানা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *