অনেকে নিজের ভালবাসায় ছাদ বাগান করতে চায়। গাছ প্রেমি মানুষ যারা ছাদবাগান করতে চায়। কি গাছ ছাদ বাগানে চাষ করবেন ? ছাদ বাগানের জন্য উপযুক্ত গাছ নিয়ে আজকের আলোচনা-
ছাদ বাগানের জন্য উপযোগী ফল গাছের মধ্যে রয়েছে
আম, বিদেশি কাঁঠাল (আঠা, ভোতাবিহীন রঙ্গিন জাত যা রোপণের দুই বছর পর ফল দেয়), পেয়ারা, বারোমাসী লেবু (কাগজি, সিডলেস, এলাচি), মাল্টা, কমলা, থাই বাতাবি, কুল (টক ও মিষ্টি), ডালিম, শরিফা, সফেদা, আমলকী, বারোমাসী আমড়া, জামরুল, অরবরই, বিলিম্বি, করমচা, ড্রাগন অন্যতম।
শাকসবজি:
বেগুন, টমেটো, ঢেঁড়স, চুকুর, ক্যাপসিকাম, শিম, বরবটি, শসা, করলা, লাউ, ধুন্দল, বারোমাসী সজিনা, লালশাক, ডাঁটাশাক, পুঁইশাক, কলমিশাক, ব্রোকলি, মুলা।
ছাদ বাগানের জন্য উপযোগী মসলা জাতীয় গাছ :
মরিচ, ধনেপাতা, বিলাতি ধনিয়া, পুদিনা, কারিপাতা, পেঁয়াজ, রসুন, আদা, গোলমরিচ, পাম।
ঔষধিগুণ বিশিষ্ট:
অ্যালোভেরা, তুলসী, থানকুনি, চিরতা, স্টিভিয়া, গাইনোরা।
ছাদ বাগানের জন্য উপযোগী ফুল জাতীয়:
গোলাপ, বেলী, টগর, জুঁই, গন্ধরাজ, জবা, টিকোমা, জারবেরা, শিউলি, এলামন্ডা, বগুনভিলা ও বিভিন্ন মৌসুমি ফুল।