Friday, 16 January, 2026

কৃষি অ্যাগ্রো অ্যাওয়ার্ড: স্ট্যান্ডার্ড চার্টার্ড ও চ্যানেল আইয়ের যৌথ উদ্যোগে ১১ জনকে সম্মাননা!


কৃষি অ্যাগ্রো অ্যাওয়ার্ড: স্ট্যান্ডার্ড চার্টার্ড ও চ্যানেল আইয়ের যৌথ উদ্যোগে ১১ জনকে সম্মাননা!

কৃষিতে বিশেষ অবদানের জন্য আটজন ব্যক্তি ও তিনটি প্রতিষ্ঠানকে সম্মাননা দিয়েছে বহুজাতিক স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক (এসসিবি) এবং চ্যানেল আই। সারাদেশে পাঁচ শতাধিক আবেদনের মধ্য থেকে যাচাই-বাছাই শেষে এই ১১ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এবারের সেরা বিজয়ী হিসেবে নির্বাচন করা হয়।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়। এটি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও চ্যানেল আইয়ের যৌথ উদ্যোগে আয়োজিত দশম কৃষি অ্যাগ্রো অ্যাওয়ার্ড

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। বিশেষ অতিথি হিসেবে ছিলেন স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নাসের এজাজ বিজয় এবং চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ

আরো পড়ুন
ভেনামি চিংড়ির চাষের পোনা আমদানি স্থগিত, জোর দেওয়া হচ্ছে দেশীয় প্রজাতির ওপর
ভেনামি চাষের পোনা আমদানিতে নিষেধাজ্ঞা

দেশে ভেনামি চিংড়ি চাষে পোনা আমদানির সব ধরনের নতুন ও বিদ্যমান অনুমোদন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গত বৃহস্পতিবার (১৫ Read more

আমে লোকসান : বিকল্প সমৃদ্ধির খোঁজে বরই চাষে ঝুঁকছেন চাঁপাইনবাবগঞ্জের কৃষক
বরই চাষে ঝুঁকছেন চাঁপাইনবাবগঞ্জের কৃষক

চাঁপাইনবাবগঞ্জ দেশের ‘আমের রাজধানী’ হিসেবে খ্যাত চাঁপাইনবাবগঞ্জের কৃষি ও অর্থনীতি কয়েক যুগ ধরে আম কে কেন্দ্র করে আবর্তিত হলেও সাম্প্রতিক Read more


যাঁরা পুরস্কার পেলেন:

এ বছর মোট ১১টি ভিন্ন শ্রেণিতে পুরস্কার প্রদান করা হয়েছে।

শ্রেণিবিজয়ী ব্যক্তি/প্রতিষ্ঠান
আজীবন সম্মাননাঅধ্যাপক আব্দুল হালিম
সেরা নারী কৃষকআনোয়ারা খান ডলি
সেরা পুরুষ কৃষকআক্কাস খান
পরিবর্তনের নায়কআব্দুস সালাম
বছরের সেরা মেধাবী সংগ্রামী কৃষকপারভীন আক্তার ও আব্দুল গফুর
সেরা ছাদকৃষি উদ্যোক্তাহোসনে আরা (শাহজাহানপুর, ঢাকা)
সেরা কৃষি সাংবাদিকরিয়াজ আহমেদ (সম্পাদক, ঢাকা ট্রিবিউন)
সেরা জলবায়ু অভিযোজক (প্রতিষ্ঠান)বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডিজিনিয়াস নলেজ (বিএআরএসআইকে)
কৃষি গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তিতে সেরা প্রতিষ্ঠানন্যানো-বায়ো অ্যান্ড অ্যাডভ্যান্স ম্যাটেরিয়ালস টেকনোলজি ইঞ্জিনিয়ার (এনএএমএই) ল্যাব, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
কৃষিতে সহায়তা ও বাস্তবায়নে সেরা প্রতিষ্ঠানকৃষি বাজার লিমিটেড

অধ্যাপক আব্দুল হালিমকে আজীবন সম্মাননা প্রদান করা হয়। এছাড়া, সেরা কৃষি অর্থনীতি, প্রযুক্তি ও কৃষক সংবাদ তৈরির জন্য সেরা কৃষি সাংবাদিক হিসেবে সম্মাননা পেয়েছেন ঢাকা ট্রিবিউনের সম্পাদক রিয়াজ আহমেদ

0 comments on “কৃষি অ্যাগ্রো অ্যাওয়ার্ড: স্ট্যান্ডার্ড চার্টার্ড ও চ্যানেল আইয়ের যৌথ উদ্যোগে ১১ জনকে সম্মাননা!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ