Monday, 31 March, 2025

সর্বাধিক পঠিত

সারের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে মানববন্ধন


ইউরিয়া সারের দাম কেজিপ্রতি ছয় টাকা বাড়ানো হয়েছে। সরকারিভাবে সারের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে সিলেটে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে এই কর্মসূচি পালিত হয়।

শুক্রবার বিকেল পাঁচটায় সিলেট নগরের আম্বরখানা এলাকায় এ কর্মসূচি পালিত হয়।

সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট সিলেট জেলা শাখার সমন্বিত উদ্যোগে এটি পালিত হয়।

আরো পড়ুন
বাংলাদেশে ফের বার্ড ফ্লুর প্রাদুর্ভাব, যশোরে মুরগির খামারে শনাক্ত
মুরগীতে এভিয়ান ইনফ্লুয়িঞ্জা

বাংলাদেশে দীর্ঘ ছয় বছর পর আবারও বার্ড ফ্লুর প্রাদুর্ভাব শনাক্ত হয়েছে। যশোর জেলার একটি মুরগির খামারে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বা বার্ড Read more

মৎস্য ও প্রাণিসম্পদ উন্নয়নে ব্যাংক স্থাপনের উদ্যোগ
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার জানিয়েছেন, খামারিদের সহজ শর্তে ঋণ সুবিধা দেওয়ার লক্ষ্যে মৎস্য ও প্রাণিসম্পদ উন্নয়ন ব্যাংক প্রতিষ্ঠার Read more

বিক্ষোভ সমাবেশে আয়োজক সংগঠনের সংগঠক আনোয়ার মিয়া সভাপতিত্ব করেন।
এতে বক্তব্য দেন বাসদ সিলেট জেলা সমন্বয়ক আবু জাফর।

তাছাড়া বক্তব্য প্রদান করেন বাসদ সিলেট জেলা সংগঠক মনজুর আহমদ ও রুমন বিশ্বাস।

এ সময় বেলাল আহমদ, হারুন মিয়া, জাবেদ আহমদ, ইউসুফ আলী, কুটি মিয়া, সাইফুল ইসলাম, শরিফুল ইসলাম, রফিক শেখ প্রমুখ উপস্থিত ছিলেন।

বক্তারা তাদের বক্তব্যে সারের বর্ধিত দাম প্রত্যাহারের আহবান জানান।

পাশাপাশি বীজ ও কীটনাশকের দাম কমানোর আহ্বান জানানো হয়।

আবু জাফর তার বক্তব্যে বলেন, আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার তথ্য ভুল।

এরকম ভুল তথ্য দিয়ে বিভ্রান্তির সৃষ্টি করা হয়েছে।

পাশাপাশি ইউরিয়া সারের যৌক্তিক ব্যবহারের কথা বলে সরকার ১ আগস্ট থেকে ইউরিয়া সার কেজিপ্রতি ৬ টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছে।

এতে ৫০ কেজির বস্তার দাম ৩০০ টাকা, অর্থাৎ ৩৮ শতাংশ দাম বাড়ানো হয়েছে।

তিনি সরকারের এ যুক্তিকে হাস্যকর, মিথ্যা ও বানোয়াট বলে তার বক্তব্যে উল্লেখ করেন।

তিনি জানান, আন্তর্জাতিক বাজারে সারের দাম এখন কমে গেছে।

সভায় বক্তারা তাদের বক্তব্যে বলেন, সারের দাম বাড়ানোর সিদ্ধান্ত অযৌক্তিক।

এই সিদ্ধান্তের ফলে কৃষি উৎপাদন অনেক কমে যাবে।

এতে খাদ্যনিরাপত্তা হুমকিতে পড়বে।

তারা বলেন ইউরিয়া সারের দাম বাড়ানোর প্রভাব অন্যান্য ক্ষেত্রেও পড়বে।

বাজারে সার, বীজ, কীটনাশকসহ কৃষি উপকরণের দাম ক্রমাগত বাড়ছে।

যার ফলে কৃষি ফসলের উৎপাদন খরচ অনেক বেড়ে গেছে।

0 comments on “সারের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ