Thursday, 04 September, 2025

ভারত থেকে আসছে সজনা


বাজারে সজনার চাহিদা থাকায় ও ভাল দাম পাওয়ার আশায় ভারত থেকে সজনা আমদানি শুরু হয়েছে। গত মঙ্গলবার থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ২ টন ৩০০ কেজি সজনা আমদানি করা হয়।

দিনাজপুরের হিলি বাজারের সবজি বিক্রেতা নুর আলম বলেন, আমদানিকৃত এসব সজনে হিলিতে বিক্রি হয় না। এগুলো দেশের অন্যান্য স্থানে বিক্রি হয়ে থাকে। এখন যেহেতু অফসিজিন তাই দাম একটু বেশি। তবে নতুন সজনে ওঠা শুরু হলে দাম কমে আসবে।

সজনা আমদানিকারক প্রতিষ্ঠান হিলির মেসার্স খান ট্রেডার্সের সত্ত্বাধিকারী ও হিলি স্থলবন্দর আমদানি রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশীদ হারুন জানান, এখনও দেশের বাজারে সজনা ওঠেনি। যার কারণে সজনার বেশ চাহিদা রয়েছে। এছাড়াও স্বাদ ও দেখতে বেশ মোটা হওয়ার কারণে দেশের বাজারে এর চাহিদাও রয়েছে। তাই আমদানি করা হয়েছে।

আরো পড়ুন
ভেনামী (Vannamei Shrimp) চিংড়ি চাষে পোষ্ট লার্ভা PL15 সাইজ নির্ধারণের গুরুত্ব

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে চিংড়ি চাষ একটি গুরুত্বপূর্ণ আয়ের উৎস। সাম্প্রতিক বছরগুলোতে ভ্যানামি / ভেনামি (Litopenaeus vannamei) চিংড়ি চাষের প্রতি আগ্রহ Read more

ক্ষুরা রোগ নিয়ন্ত্রণে করণীয়: খামারি ও কৃষকের জন্য জরুরি নির্দেশিকা

ক্ষুরা রোগ বা ফুট অ্যান্ড মাউথ ডিজিজ (FMD) একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ, যা গরু, মহিষ, ছাগল, ভেড়া ও শুকরের Read more

0 comments on “ভারত থেকে আসছে সজনা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ