Friday, 01 August, 2025

প্রথমবারের মতো চীনে যাচ্ছে বাংলাদেশের আমঃ কৃষি সচিব


আগামী বুধবার প্রথমবারের মতো প্রায় ৫০ মেট্রিক টন আম রপ্তানি করতে যাচ্ছে বাংলাদেশ। শুধু আম নয়, কাঁঠাল ও লিচু রপ্তানির বিষয়েও সরকার কাজ করছে বলে জানিয়েছেন কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান। গতকাল বুধবার (২১ মে) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে চীনে আম রপ্তানি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।

কৃষি খাতের সার্বিক চিত্র

কৃষি সচিব বলেন, দেশভিত্তিক পরিসংখ্যান বিশ্লেষণ করে আমের রপ্তানি বাড়ানোর পরিকল্পনা করছে বাংলাদেশ। তিনি আরও জানান, গত বছর ধান আমদানি করতে হলেও এ বছর আর তার প্রয়োজন হচ্ছে না।

আরো পড়ুন
২৫ টি বিপজ্জনক বালাইনাশকে হুমকির মুখে জনস্বাস্থ্যঃবাকৃবি

মানুষের মৌলিক চাহিদা খাদ্যের উৎপাদনই এখন মারাত্মক ঝুঁকিতে। অধিক ফলনের আশায় কৃষিতে হাইব্রিড ও উচ্চফলনশীল জাতের ফসলের ব্যবহার বৃদ্ধির সাথে Read more

বীজ উদ্ভাবনের মাধ্যমে কৃষি উন্নয়নে এসিআই-এর অগ্রণী ভূমিকাঃ ড. এফ এইচ আনসারী

বাংলাদেশের কৃষি খাতে গত তিন দশকে অসাধারণ অগ্রগতি সাধিত হয়েছে। এই অগ্রগতির সাক্ষী হিসেবে আমি এই খাতের একজন কর্মী হিসেবে Read more

ড. এমদাদ উল্লাহ মিয়ান উল্লেখ করেন, ডলার সংকটের কারণে একসময় সারের ঘাটতি থাকলেও এখন সেই সমস্যা নেই। সরকার সফলভাবে এই সংকট মোকাবিলা করেছে। তার দাবি, স্মরণকালের মধ্যে এবারই সবচেয়ে বেশি শাকসবজি উৎপাদন হয়েছে এবং কৃষি মন্ত্রণালয় নিরাপদ খাদ্যের নিশ্চয়তা দিতে কাজ করছে।

কৃষি উন্নয়নে সরকারের মহাপরিকল্পনা

কৃষি খাতে সরকারের নানা উদ্যোগের কথা জানিয়ে সচিব বলেন, একটি মহাপরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। কৃষিকে জনপ্রিয় করতে অ্যাপসের মাধ্যমে প্রচারণা চালানো হচ্ছে। এছাড়াও বিমান ভাড়া কমানোর লক্ষ্যে কার্গো বিমান ব্যবস্থার বিষয়ে সিভিল এভিয়েশনের সঙ্গে আলোচনা চলছে।

0 comments on “প্রথমবারের মতো চীনে যাচ্ছে বাংলাদেশের আমঃ কৃষি সচিব

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ