অর্থনীতিতে একুশে পদক-২০২১ এর জন্য মনোনীত হয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সাবেক ছাত্র কৃষিবিদ ড. মির্জা আব্দুল জলিল।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের যুগ্মসচিব (অনুষ্ঠান) অসীম কুমার দে স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ড. মির্জা আব্দুল জলিল বাকৃবি থেকে ১৯৬২ সালে পশুচিকিৎসা ও পশুপালন বিষয়ে বিএসসি এবং ১৯৬৪ সালে এমএসসি ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি ১৯৭৩-১৯৭৭ সালে অস্ট্রেলিয়ার সিডনি থেকে পশুপুষ্টির ওপর পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
বর্তমানে ড. মির্জা আব্দুল জলিল বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা এবং কৃষি ও সমবায় বিষয়ক উপকমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
এছাড়াও তিনি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সাবেক সচিব, বাংলাদেশ কৃষকলীগের সাবেক সভাপতি, বাংলাদেশ কৃষি ব্যাংকের সাবেক চেয়ারম্যান, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের সাবেক চেয়ারম্যান ও কৃষিবিদ ইন্সটিটিউশনের সাবেক সভাপতি এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।