ঈদ সামনে রেখে কর্মমুখর হয়ে উঠেছে টাঙ্গাইলের তাঁতপল্লীগুলো। টাঙ্গাইলের তাঁতপল্লী হিসেবে খ্যাত দেলদুয়ার উপজেলার পাথরাইলের পুরো গ্রাম মুখরিত হতে উঠেছে তাঁতের খট খট শব্দে।
তাঁতপল্লীগুলোতে ভোর থেকে রাত অবধি কর্মব্যস্ত দিন কাটাচ্ছে তাঁত শ্রমিকেরা। তারা নিপুণভাবে তৈরি করছে ঐতিহ্যবাহী টাঙ্গাইল শাড়ি।
অপরদিকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির কারণে এ বছর তেমন একটা ভালো ব্যবসা হবে না বলে জানিয়েছেন শাড়ি ব্যবসায়ীরা।
ছবিগুলো বৃহস্পতিবার (৬ এপ্রিল) তোলা।