শিমের ফুল পচা রোগের দমনের উপায় কি ?
শিমের ফুল পচা রোগে কে সাধারনত এনথ্রাকনোছ বলা হয়ে থাকে। তবে এটিকে শিমের নেক ব্লাস্ট বলা উচিৎ। তাহলে যে কেউ রোগের নাম শুনলেই চিকিৎস্যা দিতে পারবে।
কেননা এনথ্রাকনোছের ওষুধ দিলে আক্রান্ত অংশ সুস্থ হলেও পুনরায় আক্রমণ হয়।
কিন্তু ধানের নেক ব্লাস্ট এ ব্যবহৃত ছত্রাকনাশক দিলে এ রোগ থেকে মুক্তি পাওয়া যায়।
ধানের নেক ব্লাস্টে এমিস্টার টপ,কমবি২, এগুলা দিলে আক্রান্ত অংশ ভাল হয় তবে পুনরায় আক্রমণ করে। শিমের ক্ষেত্রেও একই অবস্থা।
শিমের ফুল পচা রোগে প্রতিকারঃ
টেবুকোনাজল+ট্রাইফ্লক্সিস্ট্রবিন গ্রুপের ছত্রাকনাশক স্প্রে করলে প্রতিকার পাওয়া যায়। যেমনঃ ভেলিন,নাটিভো,বিঙ্গো ইত্যাদি।সাথে একটু কার্বান্ডাইজিম দিতে পারেন। তবে মেনকোজেব দিবেন।