মাছটি কিনে নেন ঘাটের মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ
মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ জানান, পদ্মা নদীতে ধরা পড়ে বাগাড় মাছটি। জেলে রণজিৎ হালদার এর জালে মাছটি ধরা পড়ে।
এরপর রণজিৎ হালদার শাহজাহান এর কাছে বিক্রি করতে নিয়ে আসেন।
শাহজাহান শেখ ২৬ হাজার ২৫০ টাকায় মাছটি কিনে ২৭ হাজার ৫০০ টাকায় বিক্রি করেছেন বলে জানান।
পদ্মা নদীর রাজবাড়ী অংশে ২৫ কেজি ওজনের একটি বিশাল আকৃতির বাগাড় মাছ ধরা পড়েছে।
কদিন আগে একই অংশে বিশাল আকারের ঢাই মাছ ধরা পড়ে।
পাটুরিয়া ফেরিঘাটের বাল্লা এলাকায় রণজিৎ হালদার মাছ ধরার উদ্দেশ্যে পদ্মা নদীতে পাড়ি জমান।
তার জালে গত রোববার সকাল ৮টার দিকে মাছটি ধরা পড়ে।
গোয়ালন্দের দৌলতদিয়ার জেলে রণজিৎ হালদার এর সাথে এ নিয়ে কথা হয়।
তিনি জানান, মাছটি রবিবার সকালে তার জালে ধরা পড়ে।
এরপর বিক্রির উদ্দেশ্যে দৌলতদিয়া ঘাটে নিয়ে আসেন। স্থানীয় লোকজন এত বড় মাছ দেখার জন্য ভিড় করেন।
পরবর্তীতে দৌলতদিয়া ফেরিঘাটের মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ তার কাছ থেকে মাছটি কিনে নেন।
১ হাজার ৫০ টাকা কেজি দরে ২৬ হাজার ২৫০ টাকায় মাছটি কিনে নেন তিনি।
উল্লেখ থাকে যে দেশের অন্যতম বৃহত্তম নদী পদ্মা। প্রায়শই এ নদীতে বিভিন্ন বড় জাতের মাছ ধরা পড়ে।
গত আগষ্ট মাসের ২৯ তারিখে বিশাল শাপলা পাতা মাছ ধরা পড়ে। এর ওজন ছিল প্রায় ১০ মণ।
এর পর পরই গত সেপ্টেম্বর এ বিশাল আকৃতির বেশ কিছু ঢাই মাছ ধরা পড়ে জেলেদের জালে। তার আগে প্রায় ১০ কেজি ওজনের বোয়াল মাছ, সাড়ে ২৪ কেজি ওজনের কাতলা মাছ, প্রায় ৬০ কেজি ওজনের বিশাল ছুরি মাছ ধরা পড়ে।
স্থানীয় জেলেরা জানান পদ্মা নদীতে প্রায়শই তারা বিভিন্ন বড় জাতের মাছ আহরণ করে থাকেন। এছাড়া, ইলিশের মৌসুমে প্রচুর ইলিশের আহরণ করে থাকেন তারা।