Sunday, 11 January, 2026

২৫ কেজি ওজনের বাগাড় ধরা পড়েছে পদ্মা নদীতে


রাজবাড়ীর পদ্মা নদীতে এবার ২৫ কেজি ওজনের বাগাড় মাছ ধরা পড়েছে। কিছুদিন আগে একই নদীতে বিশাল আকারের ঢাই মাছ ধরা পড়ে। ঘাটের মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ ঢাই মাছের মত এবারেও বাগাড় মাছ কিনে নেন।

আরো পড়ুন
মাগুরায় সরিষা ফুলের মধু চাষে সফল বাবা-ছেলে: দেশজুড়ে বাড়ছে চাহিদা
মাগুরায় সরিষা ফুলের মধু চাষে সফল বাবা-ছেলে

মাগুরা মাগুরার দিগন্তজোড়া হলুদ সরিষার মাঠ এখন কেবল নয়নাভিরাম দৃশ্যই নয়, বরং স্থানীয় কৃষকদের জন্য আশার আলো হয়ে দাঁড়িয়েছে। সরিষা Read more

কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা: পরীক্ষার্থীদের সহায়তায় বাকৃবির ডিজিটাল উদ্ভাবন ‘হল ফাইন্ডার’
কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা

ময়মনসিংহ আগামী ৩ জানুয়ারি অনুষ্ঠিতব্য কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের যাতায়াত ও আসন বিন্যাস সহজতর করতে ‘বাউ এক্সাম হল Read more

মাছটি কিনে নেন ঘাটের মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ

মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ জানান, পদ্মা নদীতে ধরা পড়ে বাগাড় মাছটি। জেলে রণজিৎ হালদার এর জালে মাছটি ধরা পড়ে।

এরপর রণজিৎ হালদার শাহজাহান এর কাছে বিক্রি করতে নিয়ে আসেন।

শাহজাহান শেখ  ২৬ হাজার ২৫০ টাকায় মাছটি কিনে ২৭ হাজার ৫০০ টাকায় বিক্রি করেছেন বলে জানান।

পদ্মা নদীর রাজবাড়ী অংশে ২৫ কেজি ওজনের একটি বিশাল আকৃতির বাগাড় মাছ ধরা পড়েছে।

কদিন আগে একই অংশে বিশাল আকারের ঢাই মাছ ধরা পড়ে।

পাটুরিয়া ফেরিঘাটের বাল্লা এলাকায় রণজিৎ হালদার মাছ ধরার উদ্দেশ্যে পদ্মা নদীতে পাড়ি জমান।

তার জালে গত রোববার সকাল ৮টার দিকে মাছটি ধরা পড়ে।

গোয়ালন্দের দৌলতদিয়ার জেলে রণজিৎ হালদার এর সাথে এ নিয়ে কথা হয়।

তিনি জানান, মাছটি রবিবার সকালে তার জালে ধরা পড়ে।

এরপর বিক্রির উদ্দেশ্যে দৌলতদিয়া ঘাটে নিয়ে আসেন।  স্থানীয় লোকজন এত বড় মাছ দেখার জন্য ভিড় করেন।

পরবর্তীতে দৌলতদিয়া ফেরিঘাটের মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ তার কাছ থেকে মাছটি কিনে নেন।

১ হাজার ৫০ টাকা কেজি দরে ২৬ হাজার ২৫০ টাকায় মাছটি কিনে নেন তিনি।

মাছটি ঢাকার একজন স্বনামধন্য ব্যবসায়ীর ক্রয়  করেন বলে জানান শাহজাহান শেখ।

উল্লেখ থাকে যে দেশের অন্যতম বৃহত্তম নদী পদ্মা। প্রায়শই এ নদীতে বিভিন্ন বড় জাতের মাছ ধরা পড়ে।

গত আগষ্ট মাসের ২৯ তারিখে বিশাল শাপলা পাতা মাছ ধরা পড়ে। এর ওজন ছিল প্রায় ১০ মণ।

এর পর পরই গত সেপ্টেম্বর এ বিশাল আকৃতির বেশ কিছু ঢাই মাছ ধরা পড়ে জেলেদের জালে। তার আগে প্রায় ১০ কেজি ওজনের বোয়াল মাছ, সাড়ে ২৪ কেজি ওজনের কাতলা মাছ, প্রায় ৬০ কেজি ওজনের বিশাল ছুরি মাছ ধরা পড়ে।

স্থানীয় জেলেরা জানান পদ্মা নদীতে প্রায়শই তারা বিভিন্ন বড় জাতের মাছ আহরণ করে থাকেন। এছাড়া,  ইলিশের মৌসুমে প্রচুর ইলিশের আহরণ করে থাকেন তারা।

0 comments on “২৫ কেজি ওজনের বাগাড় ধরা পড়েছে পদ্মা নদীতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ