Monday, 24 February, 2025

সর্বাধিক পঠিত

সুস্থ ও ভাল মানের ব্রয়লার মুরগীর বাচ্চা চেনার উপায়


ব্রয়লার মুরগির বাচ্চা

লাভজনক ব্রয়লার মুরগির খামার করতে চান ? সফল ও লাভজনক খামার স্থাপন ও মুরগি পালনের ক্ষেত্রে সুস্থ ও ভাল মানের মুরগির বাচ্চা অতিব গুরত্বপূর্ন উপদান।

হ্যাচারি থেকে বাচ্চা কেনার সময় প্রাথমিক ভাবে বিবেচ্য বিষয় হলো বাচ্চার দাম, বাচ্চার সহজপ্রাপ্যতা, বাচ্চার গুনাগুন এবং বাচ্চার বিশ্বস্ত উৎস

বাচ্চার দাম কম  সেজন্য খারাপ ও নিম্ন গুনগুত মান সম্পন্ন হ্যাচারি থেকে বাচ্চা কেনা উচিত নয়।

আরো পড়ুন
পাবদা (Ompok pabda) মাছের লাভজনক চাষ পদ্ধতি

পাবদা মাছ (Ompok pabda) বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয় এবং লাভজনক একটি মাছ। এটি দ্রুত বর্ধনশীল এবং চাহিদাও বেশি। সঠিকভাবে চাষ করলে Read more

বাণিজ্যিকভাবে মাশরুম চাষে সফলতা
মাশরুম

বাণিজ্যিকভাবে মাশরুম চাষ করে সফলতার নজির গড়েছেন লক্ষ্মীপুরের মো. দেলোয়ার হোসেন। প্রবাস জীবন শেষ করে বাড়ির আঙিনায় মাশরুমের খামার গড়ে Read more

কোন কোন খামারী হ্যাচারিতে ফরমাল্ডিহাইড দ্বারা ফিউমিগেশন করে ফলে বাচ্চার গায়ের রং হলুদাভ দেখায়।

যারা মনে করেন মুরগির বাচ্চার গায়ের রং ভাল মানের বাচ্চা চেনার উপায় তারা ভুলের মধ্যে আছেন। বরং হ্যাচারিতে ফরমাল্ডিহাইড দ্বারা ফিউমিগেশনের ফলে মুরগির বাচ্চার শ্বাসনালীতে ক্ষত এবং রক্ত জমাট বেধে থাকতে পারে।

সুস্থ ও ভাল মানের ব্রয়লার মুরগীর বাচ্চার বৈশিষ্ট্যঃ

পরিস্কারভাবে প্রস্ফুটিত, শুস্ক, তরতরে, ঝরঝরে বাচ্চা।

কিচিরমিচির শব্দ করে স্বাভাবিক সাচ্ছ্যন্দে নড়াচড়া করবে।

অক্ষত ও শুকনো নাভিদেশ।

বাচ্চার পায়ুপথ শুকনো হবে।

বাচ্চা অধিক ছোট না হওয়া ভাল।

গড় ওজন ৪০ গ্রামের কাছাকাছি।

চোখ হবে স্বচ্ছ ও সুন্দর।

দুপায়ের উপর দাঁড়িয়ে থাকবে। পা হবে সোজা এবং শক্ত।

বাচ্চা আঠাল হবে না, ডিমের বস্তু দ্বারা আবৃত থাকবে না।

2 comments on “সুস্থ ও ভাল মানের ব্রয়লার মুরগীর বাচ্চা চেনার উপায়

মোঃ মমিনুর রহমান

আমি বয়লার মূরগীর বাচ্চা পালন করতে চাই,বাচ্চার মূল্য, খাদ্য, ঔষুধ ,খাবার জানতে চাই

Reply
Manik Bagmara

khokhon kon modecin dite hobe .jodi bolten

Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ