লাভজনক ব্রয়লার মুরগির খামার করতে চান ? সফল ও লাভজনক খামার স্থাপন ও মুরগি পালনের ক্ষেত্রে সুস্থ ও ভাল মানের মুরগির বাচ্চা অতিব গুরত্বপূর্ন উপদান।
হ্যাচারি থেকে বাচ্চা কেনার সময় প্রাথমিক ভাবে বিবেচ্য বিষয় হলো বাচ্চার দাম, বাচ্চার সহজপ্রাপ্যতা, বাচ্চার গুনাগুন এবং বাচ্চার বিশ্বস্ত উৎস ।
বাচ্চার দাম কম সেজন্য খারাপ ও নিম্ন গুনগুত মান সম্পন্ন হ্যাচারি থেকে বাচ্চা কেনা উচিত নয়।
কোন কোন খামারী হ্যাচারিতে ফরমাল্ডিহাইড দ্বারা ফিউমিগেশন করে ফলে বাচ্চার গায়ের রং হলুদাভ দেখায়।
যারা মনে করেন মুরগির বাচ্চার গায়ের রং ভাল মানের বাচ্চা চেনার উপায় তারা ভুলের মধ্যে আছেন। বরং হ্যাচারিতে ফরমাল্ডিহাইড দ্বারা ফিউমিগেশনের ফলে মুরগির বাচ্চার শ্বাসনালীতে ক্ষত এবং রক্ত জমাট বেধে থাকতে পারে।
সুস্থ ও ভাল মানের ব্রয়লার মুরগীর বাচ্চার বৈশিষ্ট্যঃ
পরিস্কারভাবে প্রস্ফুটিত, শুস্ক, তরতরে, ঝরঝরে বাচ্চা।
কিচিরমিচির শব্দ করে স্বাভাবিক সাচ্ছ্যন্দে নড়াচড়া করবে।
অক্ষত ও শুকনো নাভিদেশ।
বাচ্চার পায়ুপথ শুকনো হবে।
বাচ্চা অধিক ছোট না হওয়া ভাল।
গড় ওজন ৪০ গ্রামের কাছাকাছি।
চোখ হবে স্বচ্ছ ও সুন্দর।
দুপায়ের উপর দাঁড়িয়ে থাকবে। পা হবে সোজা এবং শক্ত।
বাচ্চা আঠাল হবে না, ডিমের বস্তু দ্বারা আবৃত থাকবে না।
মোঃ মমিনুর রহমান
January 22, 2022 at 8:20 pmআমি বয়লার মূরগীর বাচ্চা পালন করতে চাই,বাচ্চার মূল্য, খাদ্য, ঔষুধ ,খাবার জানতে চাই
Manik Bagmara
July 6, 2021 at 10:09 amkhokhon kon modecin dite hobe .jodi bolten