Sunday, 23 February, 2025

সর্বাধিক পঠিত

সর্বোচ্চ সবজী বীজ বিক্রয় করে পেলেন ব্র্যান্ড নিউ মোটর সাইকেল


এ-সি-আই-সীড-সেরা-বিক্রেতা

এসি আই সীড মোটর সাইকেল হস্তান্তর অনুষ্ঠান ২০২৩-২৪ অর্থবছর ১ম প্রান্তিকে সেলস (কোয়ার্টার) সারা বাংলাদেশের মধ্যে জুলাই-সেপ্টেম্বর ২০২৩ মাসে সর্বোচ্চ সবজী বীজ বিক্রয় করে আকর্ষণীয় ব্র্যান্ড নিউ মোটর সাইকেল Yahama FZ-S -V3 জিতে নিলেন জনাব মোঃ মহীউদ্দীন মিঠু মের্সাস তারেক সীড স্টোর সিনেমা প্যালেস,চট্টগ্রাম।

এসি আই সীডের পক্ষ থেকে উক্ত মোটর সাইকেল হস্তান্তর অনুষ্ঠান অদ্য ০৭/০২/২০২৪ ইং তারিখে ACI সীডের চট্টগ্রাম ডিপোতে অনুষ্ঠিত হয় এবং মোটর সাইকেল বিজয়ীকে ২০ জন বীজ ব্যবসায়ীর আন্তরিক উপস্তিততে পুরুষ্কার হস্তান্তর করা হয়।

আরো পড়ুন
পাবদা (Ompok pabda) মাছের লাভজনক চাষ পদ্ধতি

পাবদা মাছ (Ompok pabda) বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয় এবং লাভজনক একটি মাছ। এটি দ্রুত বর্ধনশীল এবং চাহিদাও বেশি। সঠিকভাবে চাষ করলে Read more

বাণিজ্যিকভাবে মাশরুম চাষে সফলতা
মাশরুম

বাণিজ্যিকভাবে মাশরুম চাষ করে সফলতার নজির গড়েছেন লক্ষ্মীপুরের মো. দেলোয়ার হোসেন। প্রবাস জীবন শেষ করে বাড়ির আঙিনায় মাশরুমের খামার গড়ে Read more

উক্ত অনুষ্ঠানে এরিয়া সেলস এক্সিকিউটিভ ACI সীড জনাব মোঃ গোলাম রাব্বানীর সঞ্চালনায় সভাপতিত্ব করেন জনাব চিত্ত রন্জন দাস ডিপো ম্যানেজার

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেনারেল ম্যানেজার জনাব একে এম শাহিনুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইষ্ট জোনের সম্মানিত সেলস ম্যানেজার মনোসিজ কুমার মন্ডল এবং প্রোডাক্ট ম্যানেজার জনাব মোঃ মনিরুল আলম এছাড়া ও অত্র এলাকার সেলস কর্মকর্তাবৃন্দু উপস্থিত ছিলেন এবং সকলের আন্তরিক ও আনন্দ ঘনো পরিবেশের মার্ধমে অনুষ্ঠানটি সম্পুর্ণ হয়

0 comments on “সর্বোচ্চ সবজী বীজ বিক্রয় করে পেলেন ব্র্যান্ড নিউ মোটর সাইকেল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ