যুবলীগ নেতার নির্দেশে তছনছ গবেষণা খেত। এমন অভিযোগ উঠেছে রাজশাহীর তানোরে। বঙ্গবন্ধু স্বর্ণপদক পাওয়া কৃষক নূর মোহাম্মদের ধান গবেষণা খেত তছনছের অভিযোগ উঠেছে। গত সোমবার (৮ নভেম্বর) বিকেলের দিকে তানোরের গোল্লাপাড়া এলাকায় যুবলীগ নেতার নির্দেশে তছনছ এর ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে সে সময় এই ধান গবেষককে তুলে নিয়ে মারধর করা হয়েছে।
তানোরের গোল্লাপাড়া এলাকার বাসিন্দা নূর মোহাম্মদ রাজশাহী অঞ্চলে আদর্শ কৃষক হিসেবে পরিচিত।
ধান গবেষণায় দীর্ঘদিন ধরেই কাজ করছেন তিনি।
তার উদ্ভাবিত নতুন জাতের ধানের সংখ্যা দুই শ ছাড়িয়েছে।
এছাড়া এই গবেষক বরেন্দ্র অঞ্চলের বিলুপ্তপ্রায় তিন শ জাতের ধানের বীজ তিনি সংরক্ষণে রেখেছেন।
জাতীয় পদকসহ বহু পদকে ভূষিত হয়েছেন তিনি গবেষণার স্বীকৃতি হিসেবে।
ভুক্তভোগী এ গবেষক অভিযোগ করেছেন যে, এ হামলা পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল ওহাব সরকারের নির্দেশেই হয়েছে।
গোল্লাপাড়া বাজারের কসমেটিকস ব্যবসায়ী ও আওয়ামী লীগ কর্মী অঞ্জন মালাকার (৪৫) দলবল নিয়ে হামলা চালিয়েছেন।
এই ঘটনার পর পরই ভুক্তভোগী নূর মোহাম্মদ সোমবার রাতে তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২৫/২৫ জনকে আসামি করে থানায় অভিযোগ দিয়েছেন।
তিনি লিখিত অভিযোগে উল্লেখ করেন, ৬২ প্রজাতির ধান তার গবেষণা খেতে কেটে রাখা ছিল।
তিনি এই গবেষণা গত ১০ বছর ধরে চালাচ্ছিলেন।
অঞ্জন মালাকার সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে শ্রমিকদের নিয়ে তার গবেষণা খেতের ওপর দিয়ে ট্রলি নিয়ে যান।
এতে বাধা দেয়ায় তার সঙ্গে অঞ্জন মালাকার বাগবিতণ্ডায় জড়ান।
আব্দুল ওহাব সরকার ওই সময় সেখানে উপস্থিত ছিলেন।
একপর্যায়ে শ্রমিকরা আব্দুল ওহাব সরকার ও অঞ্জন মালাকারের নির্দেশে তাকে তুলে নিয়ে গিয়ে এলোপাথাড়ি মারতে থাকেন।
পরে ধান বোঝাই ট্রলি নিয়ে গবেষণা খেত মাড়িয়ে যান। তাকে প্রাণনাশেরও হুমকি দেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
নূর মোহাম্মদ আরও জানান, পাশের প্লট দিয়ে ট্রলি নিয়ে তারা চাইলেই যেতে পারতেন।
কিন্তু তা না করে ইচ্ছে করেই গবেষণা খেতের ওপর দিয়ে ট্রলি নিয়ে যাওয়া হয়েছে।
এতে তার ১৫ লাখ টাকার মত ক্ষতি হয়েছে বলেও তিনি জানান।
উদ্দেশ্যমূলকভাবে এই ঘটনা ঘটানোর কারণে জড়িতদের শাস্তি চান তিনি।
তবে বরাবরের মতই পৌর যুবলীগ সাধারণ সম্পাদক আব্দুল ওহাব সরকার অভিযোগ অস্বীকার করেছেন।
তিনি বলেন, শ্রমিকরা কাটা ধানগুলো সরিয়ে রেখে ট্রলি নিয়ে গেছেন।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান অভিযোগের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান যে, থানায় ভুক্তভোগী কৃষক লিখিত অভিযোগ করেছেন।
এ নিয়ে পুলিশ আইনত ব্যবস্থা নিচ্ছে।