ভোজ্যতেলের বাজার ক্রমশ অস্থির হয়ে উঠেছে। এক সপ্তাহের ব্যবধানে খোলা ও বোতালজাত সয়াবিন তেলের দাম বেড়েছে ১৫ থেকে ২০ টাকা।
এখন খুচরা পর্যায়ে প্রতি লিটার সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১২০ থেকে ১২৫ টাকা দরে। বেড়েছে বোতলজাত সয়াবিন ও পাম অয়েলের দাম। পাইকারদের অভিযোগ, আন্তর্জাতিক বাজারের কথা বলে প্রতিদিনই মিল মালিকরা দাম বাড়াচ্ছে।
এক পাইকার বলেন, বিশ্ববাজারে দাম বেশি বলে মিল মালিকরা তেলের দাম বাড়িয়ে দিচ্ছে। প্রতি লিটার তেলের দাম ১৫ টাকা থেকে ২০ টাকা বাড়িয়েছে তারা। দাম বাড়ায় বিপাকে পড়েছেন খুচরা বিক্রেতারা। তেল না কিনেই ফিরে যান অনেক ক্রেতা।